নিজস্ব সংবাদদাতা: দুর্গাপূজো আসতেই বাড়িতে হাজির লক্ষ্মী ও সরস্বতী। ঠিক এমনটাই যেন ঘটল অভিনেতা দেবময় মুখোপাধ্যায়ের ক্ষেত্রে। সোমবার যমজ কন্যা সন্তানের জন্মের সুখবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন দেবময়।
জি বাংলার 'আলোর কোলে' ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল দেবময়কে। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও তাঁর একাধিক কাজ দেখেছেন দর্শক। ২০১৮ সালে শিক্ষিকা সায়ন্তী রায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন দেবময়। বিয়ের ৬ বছরের মাথায় সুখবর দিলেন দেবময় ও সায়ন্তী।
সোশ্যাল মিডিয়ায় দেবময় লিখেছেন, "আজ আমি এবং সায়ন্তী দুই যমজ কন্যা সন্তানের মা-বাবা হয়েছি, সকলে আমাদের আশীর্বাদ করবেন।" পাশাপাশি দেবময় জানিয়েছেন মা এবং দুই সন্তান সুস্থ আছেন। সোশ্যাল মিডিয়ায় দেবময়ের এই পোস্ট দেখার পর শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরা।
অভিনেতা হওয়ার পাশাপাশি দেবময় একজন সফল ইউটিউবার। ইউটিউবে নানা ধরণের মজার ভিডিও বানান এই অভিনেতা। স্ত্রীর সঙ্গেও একাধিকবার নানা মজার ভিডিও বানিয়েছেন তিনি।
টলিউডের একের পর এক সুখবর। কিছুদিন আগে দ্বিতীয়বার বাবা হয়েছেন জিৎ। তারও আগে মা বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন শুভশ্রী ও রাজ। সম্প্রতি কোয়েল মল্লিক জানিয়েছেন, জানুয়ারি মাসেই সম্ভবত দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। এরই মাঝে দেবময় দিলেন যমজ সন্তানের সুখবর।
