নিজস্ব সংবাদদাতা: রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে 'নটী বিনোদিনী'র প্রথম ঝলকেই সকলকে চমকে দিয়েছিলেন রুক্মিণী মৈত্র। দীপাবলিতে মুক্তি পেয়েছিল 'বিনোদিনী – একটি নটীর উপাখ্যান'-এর টিজার। সেখানেই একেবারে নয়া অবতারে ধরা দিতে দেখা যায় রুক্মিণীকে।
২০২২-এর সেপ্টেম্বরে প্রথমবার বিনোদিনী রূপে সামনে এসেছিলেন রুক্মিণী মৈত্র। তখন থেকেই এই ছবি নিয়ে দর্শকের মনে তৈরি হয়েছিল আলাদা আগ্রহ। ছবিতে 'গিরিশ ঘোষ'-এর চরিত্রে অভিনয় করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, অভিনেতা রাহুল বসুকে দেখা যাবে 'রঙ্গ বাবু'র চরিত্রে। ব্যবসায়ী 'গুর্মুখ রায়'-এর চরিত্রে রয়েছেন মীর ও 'কুমার বাহাদুর'-এর চরিত্রে রয়েছেন ছোটপর্দার পরিচিত মুখ ওম সাহানি।
এবার জানা যাচ্ছে, ছবিতে 'রামকৃষ্ণ পরমহংস'র চরিত্রে দেখা যাবে অভিনেতা চন্দন রায় সান্যালকে। বলিউডের ছবি ও সিরিজে কাজ করে দর্শক মহলে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা। যদিও টলিউডের একাধিক ছবিতে দেখা গিয়েছে তাঁকে। 'রামকৃষ্ণ দেব'-এর চরিত্রে চন্দন রায় সান্যালের প্রথম ঝলক যদিও এখনও প্রকাশ্যে আসেনি।
প্রসঙ্গত, আগামী বছরের ২৩ জানুয়ারি মুক্তি পাবে রুক্মিণীর বহু প্রতিক্ষিত এই ছবি।
