সংবাদসংস্থা মুম্বই: মুম্বইয়ের একটা হোটেলে এসে সম্প্রতি, আবেগপ্রবণ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেতা বোমান ইরানি। এই হোটেল থেকেই তিনি কর্মজীবন শুরু করেছিলেন। হোটেলের বারান্দা দিয়ে হাঁটার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাগ করেন অভিনেতা। সেই সঙ্গে করেন স্মৃতিচারণ। ভিডিওটি ভাগ করে বোমান ইরানি লেখেন, 'জীবন যেন বৃত্তকার পথ'।

 

 

জানা যায়, ১৯৭৯ সালে বোমান ইরানি এই হোটেলে বেয়ারার কাজ করতেন। অতিথিদের চা, কফি, শরবত, খাবার পরিবেশন করতেন। এত বছর পর সেই হোটেলের অতিথি হয়ে আসায় তাঁকে সম্মানের সঙ্গে আপ্যায়ন করেন হোটেলের কর্মীরা। কর্মজীবনের শুরুর কথা মনে করে অভিনেতা বলেন, "এখানে ফিরে আসা সত্যি খুব সুন্দর। তাই একটু আবেগপ্রবণ হয়ে পড়েছি।"

 

 

তাঁর এই পোস্ট দেখে সমাজমাধ্যমে অভিনেতাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বলি তারকারা। অভিনেতা কর্মজীবন শুরু করেছিলেন মুম্বইয়ের তাজ মহল প্যালেস ও টাওয়ার হোটেলের কর্মী হিসাবে। পরে তিনি থিয়েটার এবং ছবির জগতে কাজ শুরু করেন। 'মুন্না ভাই এমবিবিএস', 'থ্রি ইডিয়টস' এবং 'পিকে'র মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। 

 

 

প্রসঙ্গত, সম্প্রতি বোমান ইরানি পরিচালনায় আত্মপ্রকাশ করেছেন 'দ্য মেহতা বয়েজ'-এর মাধ্যমে। এই ছবিতে তিনি প্রযোজক ও অভিনেতা হিসেবেও কাজ করেছেন।