সংবাদ সংস্থা মুম্বই: গত বছর থেকে দারুণ চর্চায় রবি কিষে। না, না রাজনীতির জন্য নয়। বরং অভিনয়ের জন্য। কিরণ রাও পরিচালিত ‘লাপতা লেডিজ’ ছবিতে পুলিশের চরিত্রে নজর কাড়েন অভিনেতা। প্রশংসিত হয় তাঁর অভিনয়। বিজেপি সাংসদ তথা অভিনেতা রবি কিষেণ এবার মুখ খুললেন সইফ-কাণ্ড নিয়ে।
সইফ-কাণ্ডে উদ্বেগ তো বটেই, নিজের মনখারাপও লুকোননি রবি। সংবাদমাধ্যমকে বললেন, " অত্যন্ত দুঃখের ব্যাপার। সইফ আমার শুধু সহকর্মী নয়, বন্ধুও বটে। একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছি আমরা। রাট ২টোর সময় একটা চোর ওঁর বাড়িতে সোজা ঢুকে গিয়ে ওঁর উপর হামলা করল...আমি নিশ্চিত তাবড় তাবড় পুলিশ আধিকারিকেরা আদাজল খেয়ে নেমেছেন এই ঘটনার তদন্তে। ফয়সালা তো হবেই। মুম্বই পুলিশের স্বতন্ত্র পরিচয় রয়েছে। অপরাধীকে প্রচণ্ড কড়া শাস্তি দেওয়া হবে।"
সামান্য থেমে সইফের 'এজেন্ট বিনোদ' ছবির এই সহ-অভিনেতা আরও বলেন, " অবশ্যই তারকাদের সুরক্ষার উপর আরও জোর দেওয়া উচিত। আরও আঁটোসাঁটো হওয়া উচিত। আমি প্রার্থনা করছি, সইফ যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আমি ওঁর পরিবার এবং করিনাকে বলব বিন্দুমাত্র দুশ্চিন্তা করতে না। পুলিশ আপনাদের পাশে রয়েছে। সরকার সবসময় সঙ্গে রয়েছে। আবার বলছি, কোনও চিন্তা করবেন না।"
এইমুহূর্তে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে রয়েছেন সইফ আলি খান। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি বিপদসীমার বাইরে। আর কয়েক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।বুধবার নিজের ঘরেই, এলোপাথাড়ি ছুরি চলে বলি-তারকা, নবাব পুত্র সইফ আলি খানের উপর। শড়িরে ছ'টি ক্ষত, তারমধ্যে দুটি বেশ গভীর। চিকিৎসকরা প্রথম দিনেই জানিয়েছিলেন, অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন, না হলে ঘটতে পারত আরও বড় কিছু। লীলাবতীতে বুধবার রাত থেকেই চিকিৎসারত সইফ।
