বলিউডে নিজের জায়গা পাকা করতে আজ লড়াই করছেন অভিনেতা অক্ষয় ওবেরয়। ‘ফাইটার’, ‘লভ হোস্টেল’, ‘ফিতুর’, ‘পিকু’—একাধিক ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকের। তবে অনেকেই জানেন না, তিনি আসলে প্রবীণ অভিনেতা সুরেশ ওবেরয়ের ভাইপো এবং বিবেক ওবেরয়ের খুড়তুতো ভাই। কিন্তু এই সম্পর্ক কখনও নিজের কেরিয়ারে কাজে লাগাননি তিনি। কেন? সেই খোলামেলা উত্তর দিলেন নিজেই।
এক সাক্ষাৎকারে অক্ষয় বললেন—“কাস্টিং ডিরেক্টররাও জানতেন না ওঁরা আমার আত্মীয়। আমি কোনওদিন বিবেকের নাম ব্যবহার করিনি। করবই বা কীভাবে? আমাদের মধ্যে তো আসলে কোনও সম্পর্কই ছিল না। আজও দুঃখ হয় এটা বলতে—আমি চাইলে তাঁকে ফোন করে কাজ চাইতেও পারিনি। নিজের মতো করেই পথ চলেছি।”
প্রশ্ন উঠেছিল—বিবেকের কেরিয়ারের ঝড় কি কখনও অক্ষয়ের উপরও প্রভাব ফেলেছিল? অকপট উত্তর অভিনেতার, “কেউ মুখে কিছু বলেনি। তবে আমি বুঝেছিলাম—আমাকে কেউ সাহায্য করবে না। না ছিল কোনও মেন্টর, না ছিল গডফাদার। আজ যখন একটু জায়গা করে নিতে পেরেছি, তখন সবাই অবাক হয়ে বলছে—‘তুমি তো কোনওদিন বলেনি!’ তখন মনে হয়—বলব কী করে? ভাগ্যই বোধহয় এমন ছিল আমাদের পরিবারের।”
তবুও পরিবার নিয়ে গর্ব আছে তাঁর। অক্ষয়ের ভাষায়, “বিবেক আর কাকা দু’জনেই দুর্দান্ত অভিনেতা। আমি গর্বিত এই পরিবার থেকে আসতে পেরে। তবে সত্যি বলতে কী, একসঙ্গে কাজ করলে আরও মজা হত।”
এখন অক্ষয়ের হাত ভরসা ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’ ছবিতে। শশাঙ্ক খৈতান পরিচালিত এই ছবিতে তাঁর পাশাপাশি রয়েছেন বরুণ ধাওয়ান, জাহ্নবী কপূর, রোহিত সরাফ, সানিয়া মলহোত্রা ও মনীশ পল। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের এই বড় বাজেটের ছবি মুক্তি পাবে ২ অক্টোবর, ২০২৫-এ।
অন্যদিকে বিবেক ওবেরয় এখন ব্যস্ত ‘মস্তি ৪’-এর শুটিংয়ে। সঙ্গে রয়েছেন অফতাব শিবদাসানি, রিতেশ দেশমুখ, এলনাজ নরোজি ও রুচি সিংহ। ছবিটির এখনও শুটিং চলছে, মুক্তির দিন ঘোষণা হয়নি। পরিচালক নীতেশ তিওয়ারির এই বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ ঘিরে দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে। নমিত মালহোত্রা এবং যশ প্রযোজিত এই দুই পর্বের সিনেমাটির প্রথম ভাগ মুক্তি পাবে দীপাবলি ২০২৬-এ, এবং দ্বিতীয় ভাগ ২০২৭-এ। 'রাম' ও 'সীতা'র চরিত্রে দর্শক দেখবেন রণবীর কাপুর ও সাই পল্লবীকে। একে একে সামনে আসছে ছবির চরিত্রাভিনেতাদের নাম। জানা যাচ্ছে, এই ছবিতে 'বিদ্যুৎজিহ্বা'র চরিত্রে অভিনয় করবেন বিবেক ওবেরয়।
