সংবাদ সংস্থা মুম্বই: জুনেইদ এবার জুটি বাঁধছেন শ্রীদেবী-কন্যার সঙ্গে। জাহ্নবী নয়, অভিনেতার বিপরীতে থাকছেন শ্রীদেবীর ছোট মেয়ে অর্থাৎ খুশি কাপুর। খুশির সঙ্গে জুনেইদের জুটি বাঁধায় বেশ উচ্ছ্বসিত হয়েছিল দর্শক মহল। রোম্যান্টিক ঘরানার এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। ছবির নাম ‘লভইয়াপ্পা’। সম্প্রতি, মুক্তি পেয়েছে ছবির প্রথম গান। সেই গানের ভিডিওতে জুনেইদ-খুশির রসায়ন চোখ কাড়লেও, গানের সুর মন ভরাতে পারেনি। তবে সেসব ছাপিয়ে এখন চর্চায় আমির খানের একটি উক্তি। যা তিনি, 'লভইয়াপ্পা' ছবিতে খুশি কাপুরের অভিনয় দেখে করেছেন। 

এইমুহূর্তে তাঁর বলা সেই মন্তব্যের জন্য যারপরনাই ট্রোলড হচ্ছেন আমির। কিন্তু ঠিক কী বলেছেন বলিউডের 'মিঃ পারফেকশনিস্ট'? সম্প্রতি এক সাক্ষাৎকারের ভিডিওতে দেখা গেল জুনেইদকে পাশে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আমির। সেখানে কথার ফাঁকে আমির খানকে বলতে শোনা গেল – “এই ছবিতে খুশি দেখে শ্রীদেবীর কথা মনে যাচ্ছে আমার। খুশিকে দেখতে দেখতে ওঁর মধ্যে যেন আচমকা শ্রীদেবীজীকে দেখতে পেলাম আমি। খুশির পারফরম্যান্সের মধ্যে অবিকল শ্রীদেবীজীর সেই এনার্জির আঁচ পেয়েছিলাম।” 

 

 

শোনামাত্রই হাসাহাসি শুরু হয়েছে নেটপাড়ায়। কেউ লিখলেন, “ওহে আমির, ঢপ দাও কিন্তু এতটাও দিও না!” অন্য এক নেট-নাগরিক লিখলেন, “সন্তানের প্রতি ভালবাসা কীসব কথা বলিয়ে দেয়। বাবারে!” অন্য একজন মজা করে বাকি নেটিজেনদের উদ্দেশ্যে লিখলেন, “ওহে, আমিরের ‘লাল সিং চড্ডা’-র ব্যর্থ হওয়ার ট্রমাটা কাটেনি এখনও। একটু বোঝো এটা।” 


উল্লেখ্য, 'লভইয়াপ্পা' পরিচালনার দায়িত্বে রয়েছেন অদ্বৈত চন্দন। এর আগে তাঁর পরিচালিত ছবি 'লাল সিং চড্ডা'য় মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল আমির খানকে। ফেরা যাক, 'লভইয়াপ্পা'র প্রসঙ্গে। জানা গিয়েছে, নয়া প্রজন্মের প্রেম ও সম্পর্কের নানা জটিলতা, চড়াই-উৎরাই হতে চলেছে এই রোম্যান্টিক কমেডি ছবির মূল প্রেক্ষাপট। তার সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে হাসি, মজা এবং হুল্লোড়। সূত্রের খবর, ছবিতে সুরের একটি বড় ভূমিকা থাকবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৫ এর ৭ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। অন্যদিকে, করণ জোহরের প্রযোজনায় 'সরজমিন' ছবিতে সইফ-পুত্র ইব্রাহিম আলি খানের বিপরীতেও দেখা যাবে খুশিকে।