সংবাদ সংস্থা, মুম্বই: বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন! বেশ অনেক দিন ধরেই বলিপাড়ায় চলছে গুঞ্জন। কিন্তু সত্যি কি এই 'পাওয়ার কাপল'-এর ডিভোর্স হতে চলেছে? সমস্ত জল্পনার মাঝেই এবার সম্পর্কে দূরত্ব কমার ইঙ্গিত দিলেন জুনিয়র বচ্চন। 

ইদানীং বলিপাড়ায় কাল পাতলেই অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের খবরের ফিসফাস শোনা যায়। সম্প্রতি মেয়ে আরাধ্যার জন্মদিনেও দেখা যায়নি অভিষেককে। এনিয়ে যখন চর্চার অন্ত নেই, তখনই স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে শোনা গেল জুনিয়র বচ্চনকে। অভিনেতার কথায়, “আমি সত্যিই ভাগ্যবান যে বাইরে বেরিয়ে সিনেমার কাজ করতে পারি। কারণ আমি জানি বাড়িতে ঐশ্বর্য রয়েছে আরাধ্যার সঙ্গে। যার জন্য আমি ওঁর কাছে সত্যিই কৃতজ্ঞ।”

সম্প্রতি সুজিত সরকার পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমায় দেখা গিয়েছে অভিষেক। অর্জুন সেন নামে চরিত্রে বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সেই ছবির প্রচারে সন্তানের জীবনে মায়ের ভূমিকার প্রসঙ্গে কথা বলেন অভিষেক। মেয়ে আরাধ্যাকে সময় দেওয়ার জন্য ঐশ্বর্যকে মন থেকে ধন্যবাদ জানান তিনি।
অভিষেক বলেন, “সন্তানের জন্য মায়েরা যা করতে পারে, তা কেউ পারে না। বাবাদের ভালোবাসার ধরনটা একটু আলাদাই হয়। আসলে বাবারা নীরবেই কাজ করে যান। কী করে ভালোবাসা দেখাতে হয়, এটা বাবারা জানে না। এটা পুরুষদেরই দোষ।”

এপ্রসঙ্গে নিজের জীবনের প্রসঙ্গও টেনে আনেন অভিষেক। বলেন, “যখন আমি হলাম, মা আমার সঙ্গে সময় কাটানোর জন্য কাজ ছেড়ে দেন। তাই বাবাকে সবসময়ে কাছে না পাওয়ার দুঃখ থাকত না। তবে বাবা কিন্তু অন্যভাবে যত্ন নিতেন। প্রতি রাতে আমরা ঘুমানোর পর আমাদের ঘরে দেখতেন। ব্যস্ত শিডিউলের মাঝেই সময় দিতেন।”

২০০৭ সালে অভিষেক-ঐশ্বর্য গাঁটছড়া বাঁধেন। এরপর তাঁদের জীবনে আসে কন্যা আরাধ্যা। বলিউডে গুঞ্জন, অভিষেক-ঐশ্বর্য বিচ্ছেদ হওয়া নাকি শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যে আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ সেরে ফেলেছেন দু’জনে। কখনও সম্পত্তি ভাগের জেরে পারিবারিক অশান্তির কথা শোনা গিয়েছে। আবার কখনও বা নিমরত কৌরের সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠেছে জুনিয়র বচ্চনের বিরুদ্ধে।