অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। বলিউডের এই তারকা-দম্পতিকে নিয়ে জলঘোলার শেষ নেই। মাঝেমাঝেই শিরোনামে উঠে আসে তাঁদের বিচ্ছেদের খবর। গুঞ্জন ওঠে যে, ছাদ আলাদা হয়েছে তাঁদের। নিতান্তই পরিবারের নামরক্ষার্থেই নাকি এই ভাঙন আড়ালের চেষ্টা। তবে সে সব জল্পনায় জল ঢেলে ফের সম্প্রতি একসঙ্গে ধরা দিলেন তাঁরা।

রবিবার বিমানবন্দরে একসঙ্গে দেখা গেল অভিষেক-ঐশ্বর্যকে। নায়িকাকে দেখা গেল লম্বা ঝুলের কালো ব্লেজারে। খোলা চুল, ঠোঁটে লাল লিপস্টিক, তার সঙ্গে মানানসই মেকআপ। অভিষেক পরেছিলেন ধূসর রঙের হুডি, তার উপর ঘিয়ে রঙা জ্যাকেট। মাথায় টুপি। এক অনুরাগীর অনুরাধে বিমানবন্দরেই তাঁর সঙ্গে লেন্সবন্দি হয়েছেন তারকা-দম্পতি। সেখানে দেখা যাচ্ছে, অভিষেকের সঙ্গে কিছুটা ঘনিষ্ঠ। ভালবেসে স্ত্রীর কাঁধে হাত রেখেছেন অমিতাভ-পুত্র। দু’জনের মুখেই মৃদু হাসি। তারকা দম্পতির সেই ছবি নেটমাধ্যমে পোস্ট হতেই উচ্ছ্বসিত অনুরাগীরা। জানা গিয়েছে, একসঙ্গে ছুটি কাটাতে শহরের বাইরে যাচ্ছেন তাঁরা।

বিগত দু’বছর ধরে অভিষেক-ঐশ্বর্যের বিবাহবিচ্ছেদের গুঞ্জন অবিরত। মাঝখানে অভিষেক অনামিকা থেকে বিয়ের আংটি খুলে ফেলেছিলেন। তখন অনেকেই মনে করেছিলেন, এভাবেই হয়তো কোনও কথা না বলেই বিচ্ছেদের জল্পনায় শিলমোহর দিচ্ছেন জুনিয়র বচ্চন।

তবে কান চলচ্চিত্র উৎসবে ব্যক্তিগত জীবন নিয়ে যাবতীয় কাটাছেঁড়ার অবসান ঘটান ঐশ্বর্য। সিঁথি ভরতি সিঁদুর নিয়ে ফরাসি লাল গালিচায় হাজির হন বিশ্বসুন্দরী।
আর সেই সিঁদুর ঘিরেই শুরু হয় চর্চা।  ঐশ্বর্যর সেই স্পষ্ট বার্তা ছিল নীরব অথচ জোরালো।

 

?ref_src=twsrc%5Etfw">August 9, 2025

 

ঐশ্বর্যর এই রূপ দেখে যেমন ভক্তরা মুগ্ধ ছিলেন, তেমনই অনেকেই তাকিয়েছিলেন অভিষেকের বাবা অমিতাভ বচ্চনের দিকে। কারণ, সোশ্যাল মিডিয়ায় বচ্চন পরিবারের প্রবীণ সদস্য সাধারণত খুব সরব। পরিবারের প্রতি তাঁর সমর্থন, জীবনের নানা অনুভূতি, কবিতার ছন্দ—সব কিছুই ধরা পড়ে তাঁর এক্স (সাবেক টুইটার)-এ। কিন্তু সেই বেলায় ধরা পড়ে সম্পূর্ণ উল্টো ছবি। ঐশ্বর্যর এই চর্চিত রেড কার্পেট মুহূর্তের পরেও বিগ বি-র এক্স প্রোফাইল রয়ে গিয়েছিল নিঃশব্দ।

অভিষেক এবং ঐশ্বর্য ২০০৭ সালে বিয়ে করেন। এবং ২০১১ সালে তাঁদের জীবনে আসে কন্যা আরাধ্যা। ২০২৪ সালের জুলাই মাসে, ঐশ্বর্য এবং আরাধ্য্যা অনন্ত আম্বানির বিয়েতে আলাদাভাবে উপস্থিত হওয়ার পর তাঁদের বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়ে। বচ্চন পরিবারের ছবিতেও দেখা যায়নি তাঁকে। এত জল্পনার পরেও কখনও তা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি অভিষেক বা ঐশ্বর্য। বরং নানা জায়গায় একসঙ্গে উপস্থিত হয়ে থামিয়ে দিয়েছেন চর্চা।

অভিষেক বচ্চনকে শেষবার জিশান আইয়ুব এবং দৈভিক ভাগেলার সঙ্গে ‘কালিধর লাপাতা’ ছবিতে দেখা যায়। তাঁর অভিনয় সমালোচক এবং দর্শক উভয়ের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। পরবর্তীতে তিনি সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবিতে অভিনয় করবেন। আরও একবার শাহরুখ খানের পাশে দেখা যাবে তাঁকে।
 
ঐশ্বর্যকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে মণি রত্নম পরিচালিত 'পোন্নিয়িন সেলভান ২'-এ। বিক্রম, ত্রিশা কৃষ্ণন, কার্তি, শোভিতা ধুলিপালাও ছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবিটি মোট ৩৪৪.৬৩ কোটি টাকা আয় করে।