সংবাদ সংস্থা মুম্বই: এক ধাক্কায় চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবির তালিকায় অনেকটা উপরে উঠে গেল রজিনীকান্ত অভিনীত ছবি ‘কুলি’। যার মুক্তির দিন ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে—১৫ অগস্টের ঠিক আগের দিন, অর্থাৎ ১৪ অগস্ট, ২০২৫। আর এই জমজমাট অ্যাকশন-এন্টারটেইনারের উত্তেজনাকে এক ধাক্কায় চরমে পৌঁছে দিলেন আমির খান!
প্রযোজনা সংস্থা সান পিকচার্স অবশেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল ছবিতে আমির খানের ক্যারেক্টার পোস্টার। আর সেখানেই প্রথমবারের মতো সামনে এল তাঁর চরিত্রের নাম—দাহা। এবং বলাই বাহুল্য, লুকটাই এমন দুর্ধর্ষ যে চোখ না সরিয়ে পারা যাচ্ছে না! পোস্টারটি সম্পূর্ণ কালচে-ধূসর টোনে মোড়া, যেন ধুলো, রক্ত আর বারুদের ছায়া একসঙ্গে। আমিরের গালে হালকা স্টাবল, নাকের নিচে পাকানো গোঁফ, চোখে তীব্র জ্বলন্ত দৃষ্টিভঙ্গি—যা বলে দেয়, এই চরিত্র সে গঠন করতে এসেছে, ভাঙতে নয়।
 
  

হালকা পেশীবহুল চেহারার উপরে আলগোছে চড়ানো গেঞ্জি, ট্যাটুভর্তি হাতে সোনার ঘড়ি, চোখে রোদচশমা পরা আমিরের নয়া অবতার দেখে চমকে গিয়েছে নেটপাড়া। তবে সবথেকে চোখ টেনেছে আমিরের হাতে থাকা লম্বা পাইপ, নজর এড়ায়নি মিঃ পারফেকশনিস্ট যেভাবে মুখ থেকে ধোঁয়া ছাড়ছেন... খবর কুলি ছবির গল্পের পটভূমি এক হার্ডকোর, ওয়র্কিং ক্লাস জগৎ।সান পিকচার্স তাঁদের অফিসিয়াল হ্যান্ডলে পোস্ট করে লেখে— “দাহারূপী আমিরকে প্রথমবার পেশ করা হল...”
Introducing #AamirKhan as Dahaa, from the world of #Coolie ????⚡#Coolie is all set to dominate IMAX screens worldwide from August 14th ????@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @anbariv @girishganges… pic.twitter.com/Z8pI5YJzRe
— Sun Pictures (@sunpictures)Tweet by @sunpictures
এ ছবি আইম্যাক্স (IMAX) রিলিজ অর্থাৎ ভিজ্যুয়াল স্কেল নিয়েও কোনও আপস নয়! ‘কুলি’ হবে একদম গ্রাউন্ড-টু-গ্লোরি স্টাইলের ম্যাস এন্টারটেইনার—যেখানে রজিনীকান্ত আর আমির খানের দ্বৈরথ দেখতে মরিয়া সিনেপ্রেমীরা।যদিও এখনও চূড়ান্ত কনফার্মেশন আসেনি দাহা চরিত্রটি নায়ক না খলনায়ক, তবে আমিরের ইন্টেন্স লুক, ব্যাকগ্রাউন্ড অস্থিরতা এবং পোস্টারের টোন বেশ কিছুটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে—এটি হতে চলেছে একটা সুপার পাওয়ারফুল গ্রে ক্যারেক্টার, যার ভিতর রয়েছে নানান স্তর।
কুলি’ যে শুধু রাজিনীকান্তের মেগা কামব্যাক নয়, সেটা একপ্রকার প্রমাণ করেই দিল এই দাহা-র অফিশিয়াল পোস্টার। আমির খানকে এরকম রুক্ষ-মাটি-মেশা লুকে শেষ কবে দেখেছেন দর্শক? হয়তো কখনওই না! এটা যেন তাঁর লাগান-এর ভিন্ন মাটির প্রতিস্পর্ধী সংস্করণ—যেখানে যুদ্ধ ব্যাট আর বল দিয়ে নয়, শিকল আর আগুনে!
চোখ রাখা ছাড়া উপায় নেই… কারণ ‘দাহা’ আসছে—আর এবার তার নিশানায় থাকবে গোটা দেশ!
