সংবাদ সংস্থা মুম্বই: ফের বক্স-অফিস বাজিমাতের পরিকল্পনায় আমির খান! তাঁর বহু প্রতীক্ষিত  ছবি ‘মহাভারত’ নিয়ে এবার মুখ খুললেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন, চলতি বছরের আগস্ট মাস থেকেই শুরু করছেন ‘মহাভারত’ ছবির কাজ। তবে ‘মহাভারত’ স্রেফ একটি ছবির মধ্যেই শেষ হয়ে যাবে না, বরং — একের পর এক ছবি নিয়ে গঠিত এক বিশাল ফ্র্যাঞ্চাইজি হবে ‘মহাভারত’!

 

আমির স্পষ্ট ভাষায় বলেছেন, “আগস্ট থেকেই আমি ‘মহাভারত’-এর কাজ শুরু করছি। এটা একাধিক ছবি হবে—'ব্যাক টু ব্যাক' অর্থাৎ পরপর। কারণ মহাভারতের মতো কাহিনি এক ছবিতে বলা যায় না। এই কাহিনি আমার রক্তে রয়েছে। এটা বলা আমার কর্তব্য। কেউ কিছু করতে পারবে না, এটা আমাকে বলতেই হবে।”

 

কেন ‘মহাভারত’ নিয়ে এত সতর্কতা? তারও ব্যাখ্যা দিলেন আমির। তাঁর কথায়, “মহাভারত খুবই বিপজ্জনক। এই কাহিনির সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। তাই এটা তৈরি করা খুবই স্পর্শকাতর একটি ব্যাপার।” আর তার থেকেও বড় চমক রয়েছে কাস্টিং নিয়ে। আমির জানালেন, কোনও বড় তারকাকে নয়, বরং একেবারে অচেনা মুখদের দিয়ে গড়তে চান ‘মহাভারত’-এর পুরো চরিত্রমালা! “আমি কোনও পরিচিত মুখ নিতে চাই না। আমার কাছে চরিত্রগুলোই তারকা। তাই একেবারে নতুন মুখদের দিয়েই তৈরি হবে ছবিগুলো। পুরো নতুন কাস্ট নিয়ে ভাবছি আমি,”—বলেন আমির।

 

এতদিন ধরেই গুঞ্জন চলছিল, ‘মহাভারত’ নিয়ে ভাবছেন আমির। কিন্তু এবার নিজে মুখ খুলে দিলেন সবুজ সংকেত। রামায়ণের ভিজ্যুয়াল যুগে, মহাভারতের মতো মহাকাব্যিক কাহিনি নিয়ে আমিরের এই পদক্ষেপ বলিউডে এক নতুন যুগের সূচনা করবে বলেই মনে করছেন অনেকে।