আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
কী নাম আমিরের প্রেমিকার?
কিছুদিন আগেই 'দঙ্গল' ছবির সহ অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে নাম জড়িয়েছিল আমির খানের। শোনা গিয়েছিল, তাঁরা নাকি প্রেম করছেন। আর সেই কারণেই নাকি কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। তবে এখন জানা যাচ্ছে, ফতিমা নন, আমিরের মনের মানুষ অন্য কেউ। ইতিমধ্যেই নাকি সেই নারী আমিরের পরিবারের সঙ্গে আলাপ সেরে নিয়েছেন। জানা যাচ্ছে, আমিরের সেই প্রেমিকা বেঙ্গালুরু নিবাসী। এবার প্রকাশ্যে এল তাঁর নাম। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, গৌরী নামের এক রহস্যময়ীর প্রেমেই হাবুডুবু খাচ্ছেন আমির। যদিও এই মুহূর্তে প্রেমিকাকে জনসমক্ষে আনতে নারাজ তিনি।
শরিফুলকে চিনিয়ে দিলেন সইফের গৃহকর্মী
সইফ আলি খানের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত শরিফুল ইসলাম শাহজাদকে চিনিয়ে দিলেন সইফের দুই গৃহকর্মী। মুম্বই পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, বুধবার মুম্বইয়ের আরথার রোড জেলে এই শনাক্তকরণ করা হয়েছে। তদন্তকারী পুলিশ আধিকারিকদের দাবি, শরিফুলই যে সে রাতে সইফের অভিজাত আবাসনের দ্বাদশ তলে চুরির উদ্দেশ্যে ঢুকেছিলেন তার প্রমাণও তাঁদের কাছে রয়েছে। সইফ-করিনার বাড়ির সহায়ক কর্মী আরিয়ামা ফিলিপ এবং জেহর দেখভালের দায়িত্বপ্রাপ্ত জুনু সেই রাতে শরিফুলকে দেখেছিলেন জেহর ঘরের বাইরে। তাঁদের সামনেই সইফের উপর হামলা চালান শরিফুল।
অলৌকিক ঘরানার ছবিতে ভিকি?
লক্ষ্মণ উতেকর পরিচালিত 'ছাবা'য় অভিনেতা ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করছেন রশ্মিকা মন্দানা। প্রযোজনায় 'ম্যাডক ফিল্মস'। 'ছাবা'য় ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের প্রেক্ষাপটে তৈরি। যিনি ছত্রপতি শিবাজির ছেলে। এছাড়াও এই সিনেমায় মুখ্য অভিনয় করছেন অক্ষয় খান্না, আশুতোষ রানা, দিব্যা দত্তরা। সম্প্রতি, ছবির প্রচারে এসে ভিকি জানান 'ম্যাডক ফিল্মস'-এর আসন্ন অলৌকিক ঘরানার ছবিতে তিনি অভিনয় করতে ইচ্ছুক। ভিকির কথায়, "এই ঘরানার ছবিতে বহুদিন ধরেই কাজ করতে চাই। আমায় যদি সুযোগ দেওয়া হয়, তবে অবশ্যই রাজি।"
