সংবাদ সংস্থা মুম্বই: মানসিক স্বাস্থ্য নিয়ে প্রায়ই কথা বলেন আমির-কন্যা ইরা খান। অবসাদের সঙ্গে তাঁর লড়াই করার কথা খোলামেলা ভাবেই কথা বলেন আমির-কন্যা। ইরা জানিয়েছেন, তাঁর মানসিক সমস্যার জন্য নিজেদের দায়ী করেন আমির খান ও তাঁর প্রাক্তন স্ত্রী তথা ইরার মা রিনা। 


মুখ ফুটে না বললেও, ইরার মানসিক স্বাস্থ্যের জন্য নিজেদেরই দায়ী করতেন আমির ও রিনা। ইরার কথায়, “২০১৮-য় বাড়ি ফেরার পরে ওষুধ খাওয়া শুরু করি। আমি বুঝতে পারতাম, ওরাও খুব চিন্তায় রয়েছে। নানা সমস্যায় রয়েছে।  যদিও ওরা তা প্রকাশ করেনি, কিন্তু আমার অবস্থার জন্য ওরা নিজেদেরই দায়ী করে। যদিও মা-বাবা জানত, ওদের নিয়ন্ত্রণে কিছুই নেই।” আমির-কন্যা আরও জানিয়েছেন, "মা-বাবার বিচ্ছেদের পরে আমাদের জীবন বদলে গেল। এমন তো নয় যে একদিনে বিচ্ছেদ হয়ে গেল ও তারপর সব ঠিকঠাক হয়ে গেল।  তারপর থেকে ভাল খারাপ অনেক কিছুই ঘটেছে। এমনও অনেক কিছু ঘটেছে, যা হয়তো আমরা জানতামই না। বিচ্ছেদের পরে পুরনো বাড়িটা থেকে আমরা বেরিয়ে এসেছিলাম। ১৯৮৬ সালে বিয়ে করেছিলেন আমির ও রিনা। ২০০২ সালে ১৬ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন আমির।

 

 

সম্প্রতি ইরা বাবা আমির ও মা রীনার সাহায্যে অগস্ত্য ফাউন্ডেশনের স্থাপন করেন। তাঁর এই সংগঠনের লক্ষ্যই হল, যাঁরা মানসিক সমস্যায় ভুগছেন তাঁদের সাহায্য করা। তাই বলে নিজের চিকিৎসা বন্ধ করে দিয়েছেন তা নয়। ইরা নিজের সঙ্গে বাবা আমিরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছেন মনোবিদের কাছে। বাবা-মেয়ে একসঙ্গে মনোবিদের কাছে যাওয়ায় তাঁদের দু’জনের সম্পর্কের উন্নতি ঘটেছে বলেই মত আমিরের।