সংবাদসংস্থা মুম্বই: সদ্য সামনে এসেছে আমিরের নতুন প্রেম। এদিকে, বাবার বাড়ি থেকে বেরনোর সময় কেঁদে ভাসালেন মেয়ে ইরা। ব্যাপার কী? মুম্বই না থাকার কারণে বাবা আমির খানের জন্মদিনেও আসতে পারেননি মেয়ে ইরা। তাই মুম্বইয়ে ফিরে প্রথমেই বাবার কাছে ছুটে এলেন তিনি। কিন্তু বাড়ি ফেরার সময় বাবার কাঁধে মুখ গুঁজে কেঁদে ফেললেন ইরা। কাঁদো কাঁদো মুখে গাড়িতে উঠলেন।‌ যা ধরা পড়ল পাপারাজ্জিদের ক্যামেরায়।

 


তা হলে কি বাবার নতুন সম্পর্ক নিয়ে খুশি নন ইরা? সেই কারণেই তড়িঘড়ি ছুটে এসেছেন বাবার কাছে? আপাতত এমনই কিছু প্রশ্ন উঠছে নেটপাড়ায়। বেঙ্গালুরু নিবাসী গৌরী স্প্র্যাটের সঙ্গে প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়েছেন আমির।প্রকাশ্যে এনেছেন প্রেমিকাকে। 

 


আগেই জানা গিয়েছিল প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েছিলেন ইরা। সেই সময় ইরাকে সামলেছিলেন আমির। শুধু তাই নয়, দাঁড়িয়ে থেকে ইরার বিয়েও দিয়েছিলেন আমির। গোটা পরিবারকে এক জায়গায় এনেছিলেন সেদিন। তবে কিরণের সঙ্গে আমিরের বিয়ে মেনে নিলেও এবার বাবার জীবনে আসা নতুন প্রেমিকাকে কি মানতে পারলেন না ইরা? এই প্রশ্নের উত্তরে যদিও মুখ খোলেননি আমির কিংবা ইরা‌।