সংবাদ সংস্থা মুম্বই: দীর্ঘ বিরতির পর ফের অভিনয়ে ফিরছেন আমির খান। মুক্তি পেতে চলেছে তাঁর পরবর্তী ছবি ‘সিতারে জমিন পর’। সূত্রের খবর, আগামী ২০ জুন বড়পর্দায় আসছে এই স্পোর্টস-ড্রামেডি।
খবর, প্রথমে মে মাসের শেষে মুক্তি দেওয়ার ভাবনা থাকলেও এখন ২০ জুন-ই চূড়ান্ত। সূত্র মারফত জানা গিয়েছে, আমির বক্স অফিসে নিরিখে মুক্তির জন্য জুনের সময়টাকেই বেছে নিয়েছেন। কারণ মে ৩০-এর বদলে জুন ২০ তাঁর ছবিকে বক্স অফিসে আরও দু’সপ্তাহের ‘ক্লিয়ার রান’ দেবে।
ছবির সম্পাদনাও শেষ। এখন আমিরের নজর পুরোপুরি ছবির প্রচার ও বিজ্ঞাপনের দিকে। আমির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ‘সিতারে জমিন পর’-এর গল্পে হিউমার, আবেগ আর ড্রামার নিখুঁত মিশেল রয়েছে, যা আমিরের ছবির বিশেষত্ব। তিনিও এই ছবি নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী। আরও জানা গিয়েছে, ছবির ট্রেলার মুক্তি পাবে আগামী দু’সপ্তাহের মধ্যেই।
আমিরি-পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ মে অজয় দেবগণ অভিনীত ‘রেইড ২’-এর ছবির সঙ্গে জুড়ে দেওয়া হবে ‘সিতারে জমিন পর’-এর ট্রেলার। কারণ আমিরের লক্ষ্য এর মাধ্যমেই প্রেক্ষাগৃহে বসে থাকা দর্শকদের কাছে তাঁর ছবিমুক্তির তারিখ সোজাসুজি পৌঁছে দেওয়া। অবশ্য আমিরের ক্ষেত্রে কোনও কিছুই একেবারে পাথরে খোদাই নয়—শেষ মুহূর্তে বদল হতে পারে যেকোনও পরিকল্পনায়।
‘সিতারে জমিন পর’-এর পর আমির পরিকল্পনা করছেন একাধিক বড় প্রজেক্টে—একটি কমেডি রাজকুমার সন্তোষীর সঙ্গে,আর একটি সুপারহিরো ফিল্ম লোকেশ কানাগরাজের সঙ্গে। এছাড়াও, সানি দেওল অভিনীত ‘লাহোর: ১৯৪৭’ ছবির প্রযোজনাও করছেন তিনি, যা মুক্তি পাবে ২০২৫-এর দ্বিতীয়ার্ধে।
