সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খানের সুপারহিট ছবি ‘দঙ্গল’ তো রেকর্ড গড়েই ফেলেছিল! বিশ্বের বাজারে প্রায় ২,০০০ কোটি টাকার ব্যবসা করে দঙ্গল -যা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা ভারতীয় ছবি। কিন্তু জানেন কি, এই ছবির মুক্তি পাকিস্তানে আমির নিজেই বাতিল করেছিলেন? কারণ, সে দেশের সেন্সর বোর্ড চেয়েছিল ভারতের জাতীয় পতাকা ও জাতীয় সংগীত বাদ দিতে! সদ্য এক টক শো-এ এসে এই বিস্ফোরক তথ্য নিজেই জানিয়েছেন আমির খান।

 

সেই শো-তে আমির বলেন, “ ‘দঙ্গল’ মুক্তির আগে পাকিস্তানের সেন্সর বোর্ড থেকে জানানো হয়, ছবির একটি দৃশ্য— যেখানে গীতা ফোগাত জেতার পর ভারতের জাতীয় পতাকা উড়ছে আর জাতীয় সংগীত বাজছে— সেটা বাদ দিতে হবে, নাহলে ওরা ছবি ছাড়বে না।”

 

এই প্রস্তাবেই রীতিমতো ক্ষিপ্ত হয়ে যান আমির। তাঁর কথায়, “ডিজনি তখন ছবির এক্সিকিউটিভ প্রযোজক ছিল। ওরা বলল, পাকিস্তান থেকে ওরা বলছে ওই দৃশ্য কেটে দিতে হবে, নাহলে ছাড়পত্র দেবে না। আমি সঙ্গে সঙ্গে বলি— তাহলে আমাদের ছবি পাকিস্তানে মুক্তি পাবে না। ওরা বলল এতে ব্যবসার ক্ষতি হবে। আমি তখন স্পষ্ট বলি, ‘যারা আমাদের জাতীয় পতাকা ও জাতীয় সংগীত বাদ দিতে বলে, তাদের সঙ্গে আমি কোনও সম্পর্ক রাখি না। সেই ব্যবসাও আমি চাই না।”

 


আমির আরও জানান, অনেক আগেই তিনি পাক সেন্সর বোর্ডের মানসিকতা বুঝেছিলেন। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত সরফারোশ ছিল প্রথম ছবি যেখানে পাকিস্তান ও আইএসআই-এর নাম সরাসরি বলা হয়। পরিচালক জন ম্যাথিউ ম্যাথান চিন্তিত ছিলেন সেন্সর বোর্ড এই কারণে ছবি আটকে দিতে পারে। কিন্তু আমির বলেছিলেন, “আমরা যদি দেখাতে পারি ছবিতে কেন এই প্রসঙ্গ জরুরি, সেন্সর বোর্ড মানবে।” শেষমেশ সর্ফারোশ হয়েছিল কাল্ট হিট।

 

এইমুহূর্তে, আমির এখন ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘সিতারে জমিন পার’ নিয়ে। ২০০৭ সালের তারে জমিন পার এর ‘আত্মিক সিক্যুয়েল’ হিসেবে তৈরি হচ্ছে এই নতুন ছবি। পরিচালনা করছেন আরএস প্রসন্ন। আমির ছাড়াও মুখ্য ভূমিকায় রয়েছেন জেনেলিয়া ডি’সুজা। ২১ জুন মুক্তি পাচ্ছে এই ছবি।