নিজস্ব সংবাদদাতা: বাংলার প্রথম সারির প্রযোজনা সংস্থা এসভিএফ কি এবার আমির খানের সঙ্গে হাত মিলিয়ে কোনও প্রজেক্ট আনতে চলেছে? আপাতত সমাজমাধ্যমে ঘুরছে এই প্রশ্ন? হঠাৎ এ প্রশ্ন উঠলই বা কেন? মঙ্গলবার প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার মহেন্দ্র সোনি একটি ছবি পোস্ট করেন।  সেখানে দেখা যায় তাঁর পাশে হাসিমুখে বসে রয়েছেন আমির খান। তবে ছবিতে তাঁদের দু'জনেরশেপাশে  দেখা গিয়েছে মুম্বইয়ে বাঘা বাঘা সব ছবি পরিবেশকদের। তবে অদ্ভুতভাবে সেখানে দেখা যায়নি ছবির  এসভিএফ-এর আরও এক কর্ণধার শ্রীকান্ত মোহতা-কে। ছবির ক্যাপশনে মহেন্দ্র লিখেছেন, “গজিনী থেকে শুরু করে সিতারে জমিন পর - প্রচুর ছবি নিয়ে গল্প-আড্ডা করলাম আমরা।” এরপর আমিরকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। 

 

এরপরেই সমাজমাধ্যমে ওঠে প্রশ্ন-তাহলে কি আমিরের সঙ্গে কোনও প্রজেক্টে হাত মেলানোর পরিকল্পনা  শুরু করল এসভিএফ? বিষয়টি খোঁজ নিয়েছে আজকাল ডট ইন। জানা গিয়েছে, আপাতত মোটেই সেরকম কোনও পরিকল্পনা নেই এসভিএফ অথবা আমির-কারওরই। ফেসবুকের ডিজিট্যাল কন্টেন্ট-এর পদে রয়েছে এসভিএফ। ফেসবুক এবং ছবি পরিবেশকদের নিয়ে প্রচার সংক্রান্ত এবং ছবিমুক্তির নানান পরিকল্পনা করার জন্য এই বৈঠকের আয়োজন করেছিলেন আমির। সেই বৈঠকে এসভিএফ-এর তরফে হাজির ছিলেন মহেন্দ্র সোনি।