সংবাদ সংস্থা মুম্বই: ২০২১ সালে কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকে একাধিক বার ফতিমা সানা শেখের সঙ্গে নাম জড়িয়েছে আমির খানের। ‘দঙ্গল’ ও ‘ঠগস অফ হিন্দোস্তান’-এ একসঙ্গে কাজ করার সময় নাকি একে অপরের প্রেমে পড়েন তাঁরা। আমিরের বাড়িতে অবাধ যাতায়াত ছিল তাঁর। কিন্তু বর্তমানে নাকি আর সম্পর্কে নেই আমির-ফতিমা। মেয়ে আইরার বিয়ের আগেই ফতিমার সঙ্গে সম্পর্কে নাকি চিড় ধরেছিল আমিরের। সেই কারণেই নাকি আমির-কন্যার বিয়েতে দেখা যায়নি তাঁকে। আমির-কন্যার বিয়েতে তাঁর অনুপস্থিতি চোখে পড়েছিল নেটপাড়ার বাসিন্দাদের। খবর, ফের অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির! ইতিমধ্যে তাঁকে নিজের পরিবারের সঙ্গে আলাপ সেরে ফেলেছেন তিনি।
সূত্রের খবর, বেঙ্গালুরু নিবাসী এক নারীর প্রেমে পড়েছেন অভিনেত্রী। এবং আমিরের পরিবারের সঙ্গে সেই তরুণীর আলাপপর্ব নাকি ভালভাবেই উতরে গিয়েছে। যদিও এই বিষয়ে এখনও মুখে কুলুপ আমির খানের। কোনওরকম বিবৃতি অথবা ইঙ্গিত আসেনি ফতিমার তরফেও।
