বুধবার মুক্তি পেয়েছে ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’ ছবির ঘোষণা ভিডিও। আর সেই ভিডিও ঘিরেই সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল চর্চা। কারণ? সেখানেই খোদ প্রযোজক আমির খানকে দেখা যাচ্ছে ছবির মুখ্য অভিনেতা-পরিচালক বীর দাসকে হঠাৎ মারধর করতে! তবে ভয় পাওয়ার কিছু নেই। সবটাই সাজানো ঠাসা ব্যঙ্গ, রসিকতা আর আত্মসমালোচনায় ভরা এক মেটা-কমেডি।
ছবি ঘোষণা ভিডিওর শুরুতেই দেখা যায়, বীর দাসকে ইচ্ছেমতো পেটাচ্ছেন আমির খান। কারণ হিসেবে উঠে আসে একটিই অভিযোগ, বীর নাকি তাঁর পরিচালনায় বানানো ‘একটা ফ্লপ’ গুপ্তচর ছবির জন্য বারবার সমালোচনার মুখে পড়ছেন, আর সেই ‘ফ্লপ’ তকমা যেন আর ছাড়ছেই না। সেখান থেকেই গল্প ফিরে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমিরকে দেখা যায় ছবির নানা ‘ঘাটতি’ নিয়ে বীরের উপর চটে যেতে।
আমিরের অভিযোগ, ছবিতে নেই ঠিকঠাক অ্যাকশন, নেই কোনও প্রেমের গল্প। এমনকী ‘হ্যাপি প্যাটেল'-এ যে রোম্যান্স রয়েছে, তা নাকি শুধু নায়িকার চড় মারা ঘিরেই আবর্তিত! জবাবে বীর দাস ঠাট্টার সুরে জানান, “২০২৫ সালে সবাই প্রভাব খাটানো ব্যাপারটা ভালবাসে।” এখানেই থামে না কথোপকথন। আমির আরও প্রশ্ন তোলেন, ঠিকঠাক আইটেম সং থাকতেও বীর কেন নিজেই ‘আইটেম গার্ল’ হয়ে গেলেন? বীর অবশ্য পাল্টা যুক্তিতে বলেন, তিনি অফবিট ছবি বানিয়েছেন। কিন্তু আমিরের ব্যঙ্গাত্মক জবাব, ওসব কথা নাকি শুধু সাক্ষাৎকারেই ভাল শোনায়!
ভিডিওতে সবচেয়ে তীক্ষ্ণ মুহূর্ত আসে তখনই, যখন বীর দাস আমিরের ‘লাল সিং চাড্ডা’ ছবির ফ্লপ হওয়ার প্রসঙ্গ টেনে আনেন। ব্যস, আর রক্ষা নেই! সেই মন্তব্যেই আমিরের হাতে ফের মার খেতে হয় তাঁকে।
তবে মোড় ঘোরে এখানেই। আচমকাই দর্শকাসন থেকে করতালির শব্দ ভেসে ওঠে। আমির মুহূর্তে নিজের রাগ ঢেকে বলেন, সব ঠিক আছে। এমনকী, এতক্ষণ যা যা নিয়ে তিনি বীরকে বকছিলেন, সবই নাকি তাঁর নিজের আইডিয়াই ছিল। এই বলে পুরো পরিস্থিতিটিকে ঘুরিয়ে দেন কমেডির মোড়কে।
ঘোষণা ভিডিওর এক ঝলকে ইঙ্গিত পাওয়া গেছে এই ছবিতে আমির খান ও ইমরান খানের ক্যামিও আছে! ফলে প্রত্যাশা আরও বেড়েছে। ভিডিও প্রকাশের পরই মন্তব্যের ঘরে উচ্ছ্বাস, “ওরে বাবা! আর অপেক্ষা করতে পারছি না”, “এখন তো সত্যিই উত্তেজিত!” এমন প্রতিক্রিয়ায় ভরে উঠেছে নেটদুনিয়া।
আমির খান প্রোডাকশনস প্রযোজিত এই অদ্ভুত স্বাদের গুপ্তচর ছবিতে অভিনয় করছেন বীর দাস ও মোনা সিং। এই ছবির মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি হচ্ছে বীর দাসের। ঘোষণা ভিডিওর শেষেই জানিয়ে দেওয়া হয়েছে মুক্তির তারিখ। ১৬ জানুয়ারি, ২০২৬-এ প্রেক্ষাগৃহে আসছে ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’।
ব্যঙ্গ, আত্মসমালোচনা আর ইন্ডাস্ট্রির ভেতরের কৌতুক, সব মিলিয়ে এই ঘোষণা ভিডিও বলেই দিচ্ছে, ‘হ্যাপি প্যাটেল’ স্রেফ স্পাই ছবি নয়, বলিউডকেই আয়নার সামনে দাঁড় করানোর এক সাহসী প্রচেষ্টা।
