সংবাদ সংস্থা মুম্বই:  'পিকে'-র পর কেটে গিয়েছে এক দশকেরও বেশি সময়। এবার ফের একসঙ্গে আসছেন আমির খান আর ‘থ্রি ইডিয়টস’ ‘পিকে’ ছবির প্রধান কারিগর ওরফে পরিচালক রাজকুমার হিরানি! খবর, ইতিমধ্যেই নাকি ২০২৬ সালে সে ছবির শুটিং শুরু করার প্রস্তুতিও চলছে। যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি।

 

সূত্রের খবর, রাজকুমার হিরানি একাধিক গল্প নিয়ে ভাবছিলেন, শেষমেশ একটা প্লট চূড়ান্ত করে ফেলেন। সেই গল্পটাই আমিরকে শোনান, আর আমিরও এক কথায় রাজি। হিরানির সেই গল্পের ‘দুনিয়া’ এতটাই সুন্দরভাবে তৈরি হচ্ছে, দু’জনেই এই ছবিতে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। 

 

এই ছবিই হতে চলেছে ‘ডাঙ্কি’র পর হিরানির পরবর্তী পরিচালনা। ছবিপ্রেমীদের আশা, হিরানি-আমির জুটির ম্যাজিক-ই সম্ভবত আবার একবার বলিউডকে মূলস্রোতে ফিরিয়ে আনবে। সূত্র আরও জানিয়েছে, ছবিটা হবে একেবারে ‘স্লাইস অফ লাইফ’ ধাঁচের—হাসি, অনুপ্রেরণা আর আবেগে মেশানো এক সিনেম্যাটিক সফর।

 

উল্লেখ্য, আমির ছাড়াও হিরানি কথা বলছিলেন রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে—তাদের জন্য আলাদা দুটো ছবির কথা ভেবে রেখেছেন তিনি। কিন্তু ব্যস্ত শিডিউলের কারণে আপাতত সেই দুটো পরিকল্পনা ঠান্ডাঘরে। এদিকে হিরানি বর্তমানে নিজের ওয়েব সিরিজের কাজ শেষ করছেন, তারপরই পুরোপুরি ফোকাস দেবেন এই নতুন আমির খান প্রজেক্টে। প্রসঙ্গত, ২০০৯-এর ‘থ্রি ইডিয়টস’ কিংবা ২০১৪-র ‘পিকে’—প্রতিটাই শুধুই বক্স অফিস ব্লকবাস্টার নয়, হয়ে উঠেছে কালজয়ী সিনেমা, যেগুলো ছুঁয়ে গেছে দর্শকদের মন। তাই এই নতুন ছবির খবরে বলিউডপ্রেমীদের উত্তেজনা স্বাভাবিক।

 

অন্যদিকে, আমির মুখিয়ে রয়েছেন  ‘সিতারে জমিন পর’-এর মুক্তির জন্য। এইমুহূর্তে আমির ব্যস্ত ‘সিতারে জমিন পর’-এর মুক্তি নিয়ে, যা আসছে ২০ জুন। আর এই ছবিতে তাঁর বিপরীতে থাকছেন জেনেলিয়া ডি’সুজা।