নিজস্ব সংবাদদাতা: পরিচালকদ্বয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে আবারও বাংলা সিনেমায় ফিরছেন রাখি গুলজার। ছবির নাম 'আমার বস'।

ছবিতে রাখি গুলজারের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, ঐশ্বর্য চট্টোপাধ্যায়, আভেরি সিংহ রায়, এবং ছোটপর্দার জনপ্রিয় মুখ শ্রুতি দাস। উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে আসছে এই ছবি। ভারতীয় প্যানোরামা গোয়া (আইএফএফআই)-এ নির্বাচিত হয়েছে ছবিটি। ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার সঙ্গে গোয়ায় পৌঁছেছেন রাখি গুলজার। 

সেখানে আবেগপ্রবণ বর্ষীয়ান অভিনেত্রী। কথা বলতে গিয়ে ফিরে দেখলেন ৫০ বছরের স্মৃতি। ১৯৭৪ সালে মুক্তি পেয়েছিল আওতার কৃষ্ণ কৌল পরিচালিত '২৭ ডাউন' ছবিটি। এই ছবির মুখ্য চরিত্রে ছিলেন এম কে রায়না ও রাখি গুলজার। আইএফএফআই-এ ফের প্রদর্শিত হল ছবিটি। 

দীর্ঘ ৫০ বছর পর পর্দায় নিজের অভিনীত এই ছবিটি দেখলেন রাখি। আবেগপ্রবণ হয়ে ডুব দিলেন স্মৃতির পাতায়। জানালেন, এই ছবির প্রস্তাব যখন তাঁর কাছে আসে তখন বেশকিছু হিট ছবি করেছেন তিনি। কিন্তু তারপরেও এই ছবিতে অভিনয় করার জন্য এক পয়সাও পারিশ্রমিক নেননি অভিনেত্রী। যখন 'ন্যাশনাল অ্যাওয়ার্ড' পায় ছবিটি রাখি জানান, অ্যাওয়ার্ড পাওয়ার ওই সপ্তাহেই হঠাৎই এক দুর্ঘটনায় মারা যান পরিচালক। বর্ষীয়ান অভিনেত্রী আরও জানান, এই কৃতিত্ব তাঁর অভিনয় জীবনের সোনালি স্মৃতি।  তাঁর একান্ত। তখনও তাঁর নামের পাশে জোড়েনি বিখ্যাত গুলজার পদবি। টাইটেল কার্ডে লেখা শুধু রাখি ।