শহরে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। খুলে গিয়েছে বিনোদনের নতুন জানলা। দেশ-বিদেশের অসংখ্য ছবির প্রদর্শনের মাধ্যমে সিনেমাপ্রেমীদের জন্য তৈরি হয়েছে এক অনন্য সুযোগ, যেখানে মিলেমিশে যাচ্ছে নানা সংস্কৃতি ও ভাবধারা। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ নিয়েই বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
উদ্বোধনী মঞ্চে তৈরি হল এক আবেগঘন মুহূর্ত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার সঙ্গীতজগতের অন্যতম গর্ব, আরতি মুখোপাধ্যায়ের হাতে তুলে দিলেন রাজ্যের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’।
সম্মান প্রদান করে মুখ্যমন্ত্রী বলেন, “আরতিদি আমাদের অনেক কিছু দিয়েছেন। অথচ আমরা তাঁকে কোনওদিন যথাযথ সম্মান জানাতে পারিনি। আজ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায়, বাংলার সর্বোচ্চ সম্মান তাঁর হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত। তাঁকে বলেছি, জীবনে আপনি হয়তো অনেক পেয়েছেন, কিন্তু মাটির দানে অন্যরকম এক ভালবাসা থাকে। আপনি সেটা সাদরে গ্রহণ করেছেন— আমরা অত্যন্ত কৃতজ্ঞ।” মুখ্যমন্ত্রীর কথায় আবেগে ভেসে গেলেন বর্ষীয়াণ গায়িকা। আবেগভরা কণ্ঠে ধন্যবাদ জানালেন তাঁকে।
মমতা আরও বললেন, “আমি দেবকে বলছিলাম, সবাই সব কথা বলেছেন, আমি আর কী বলব! শুধু সকলকে ধন্যবাদ জানাই। ৩৯টি দেশ অংশ নিচ্ছে, ৩১৫টিরও বেশি ছবি দেখানো হবে। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, মহানায়ক উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়— এমন সব গুণী মানুষদের জন্যই বিখ্যাত আমাদের বাংলা সিনেমা। আরও অনেকে আছেন, যাঁদের নাম হয়তো বলতে পারলাম না, তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী।”
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/711506718647815
মুখ্যমন্ত্রীর মতে, “সিনেমা পৃথিবীকে একসূত্রে বাঁধে, মানবতাকে দৃঢ় করে। এর কোনও সীমানা নেই। পৃথিবী একটাই, আমরাও এক। সেটাই সিনেমার আসল উদ্দেশ্য।”
তিনি আরও জানান, উৎসবে উত্তম কুমার ও সুচিত্রা সেনের ‘সপ্তপদী’ ছবিও প্রদর্শিত হবে। আন্তর্জাতিক ছবির পাশাপাশি থাকবে দেশীয় সিনেমা এবং বোরো, টুলু-র মতো আঞ্চলিক ভাষার চলচ্চিত্রও।
তাঁর কথায়, “এর মাধ্যমে এমন মানুষদের উৎসাহ দেওয়া হয়েছে, যাঁদের ভাষা হয়তো অনেকেই বোঝেন না, কিন্তু তাঁদের হৃদয় খুব সুন্দর। তাঁদের এই বার্তাই দেওয়া হচ্ছে, তোমরা একা নও, পৃথিবী তোমাদের সঙ্গে আছে।”
চলচ্চিত্র উৎসবের নেপথ্যে থাকা প্রত্যেক কর্মী ও শিল্পীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সকল অতিথিকেও জানালেন আন্তরিক কৃতজ্ঞতা।
এবারে ৩১ তম চলচ্চিত্র উৎসবে শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি জানানো হবে ঋত্বিক ঘটক, রিচার্ড বার্টন, স্যাম পেকেনপা, সন্তোষ দত্ত, সলিল চৌধুরী এবং রাজ খোসলাকে। বিশ্ববন্দিত পরিচালক ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে দেখানো হবে 'অযান্ত্রিক', 'বাড়ি থেকে পালিয়ে'-সহ সাতটি ছবি। নন্দনে অনুষ্ঠিত হবে তাঁকে নিয়ে বিশেষ প্রদর্শনী, 'দ্য সাবঅল্টার্ন ভয়েস'।
এবারের সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে ৭ নভেম্বর। এই অনুষ্ঠানে শিশির মঞ্চে বক্তব্য রাখবেন 'শোলে' ছবি খ্যাত পরিচালক রমেশ।
