আজকাল ওয়েবডেস্ক: প্রতিদিন সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেদিক থেকে দেখতে হলে সকলের পক্ষে সোনাকে নিজের ঘরে নিয়ে কিনে নিয়ে যাওয়া সম্ভব নয়। সোনার দাম বর্তমানে প্রায় ১ লাখ টাকার কাছে রয়েছে। 


তবে এখানে গোদের ওপর বিষফোঁড়ার মতো জেগে উঠেছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি। সেদিক থেকে দেখতে হলে ভারতের শেয়ার বাজারে এর বিরাট প্রভাব পড়েছে। তবে ভারতের সোনার বাজারে এর কী প্রভাব পড়তে পারে সেদিকে এবার সকলের নজর রয়েছে। ভারতের বিভিন্ন ব্যাবসার ক্ষেত্রে ট্রাম্পের শুল্ক নীতি যে প্রভাব বিস্তার করেছে সেখানে সোনা তার থেকে কতটা নিজেকে বাঁচাতে পারবে সেদিকে এবার নজর রেখেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। ইতিমধ্যে যে ২৫ শতাংশ শুল্কের বোঝা ভারতের ওপর মার্কিন সরকার আরোপ করেছে সেখান থেকে কতটা বেরিয়ে আসতে পারবে ভারতের সোনার বাজার।


বিশ্ব গোল্ড কাউন্সিলের হিসেব অনুসারে বর্তমানে বিশ্বে সোনার চাহিদা ৩ শতাংশ বেশির দিকে রয়েছে। ফলে এই চাহিদা রয়েছে ১২৪৯ টন। এটি বিশ্বের বিভিন্ন দেশকে প্রভাবিত করেছে। প্রতিটি দেশের আর্থিক পরিস্থিতি এবং ভৌগলিক অবস্থান অনুসারে তারা সোনা কিনে থাকে। তবে এশিয়ার দেশগুলি বিগত বছরগুলিতে যে হারে সোনা কিনতে শুরু করেছে সেখান থেকে তাদের আর্থিক নির্ভরতা অনেকটা বেড়েছে। সেখানে ২০২২ সালের হিসেব অনুসারে ১৬৬ টন প্রতি কোয়ার্টারে সোনার বিক্রি বেড়েছে।


ভারতে এই সময়ে সোনার যে বাজার চলছে সেখান থেকে বিশেষজ্ঞরা মনে করছেন সোনাতে মার্কিন ট্যারিফের খুব বেশি প্রভাব পড়বে না। সেখান থেকে দেখলে ভারত চাইবে আরও দ্রুত সোনা কিনে মজুত করতে। যদি সেটা ভারত করতে পারেন তাহলে ভারতের আর্থিক পরিস্থিতি অনেকটা মজবুত হবে। যেহেতু মার্কিন দেশের বর্তমানে সোনা সবথেকে বেশি মজুত রয়েছে সেখানে তাই তারা অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। তবে সোনার দিকে মার্কিন সরকার এখনও বেশি মাথা দেয়নি। ফলে সেখান থেকে দেখতে হলে ভারতের সোনার বাজারেও খুব একটা প্রভাব পড়ার কথা নয়।


সামনেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। আর তার আগেই সুখবর, তাও আবার মাসের শুরুতেই। একধাক্কায় অনেকটা কমে গেল সোনার দাম। চড়া দামের বাজারে অনেকটা সোনার দাম কমায় খুশি মধ্যবিত্ত সাধারণ মানুষ থেকে স্বর্ণ ব্যবসায়ী-সকলেই।  আপনারও যদি সামনে বিয়ে বা অন্য কোনও শুভ অনুষ্ঠান থাকে এবং সোনার গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে এখনই সোনার গহনা কেনার সুবর্ণ সুযোগ।


১ অগস্ট ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৯ হাজার ৯৮২ হাজার টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৯৯ হাজার ৮২০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৯ লক্ষ ৯৮ হাজার ২০০ টাকা। একদিনেই সোনার দাম ২১০০ টাকা কমেছে।


২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ হাজার ১৫০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৯১ হাজার ৫০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৯ লক্ষ ১৫ হাজার টাকা। একদিনে ২০০০ টাকা সোনার দাম কমেছে।

আরও পড়ুন:  ট্রাম্পের শুল্ক নীতির পরও দেশের এই ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজিটে আকর্ষণীয় সুদ দেবে, দেখে নিন এখনই

 


১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৪৮৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৪ হাজার ৮৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৭ লক্ষ ৪৮ হাজার ৭০০ টাকা। একদিনে ১৬০০ টাকা কমেছে সোনার দাম।
সোনার বদলে এখন অনেকেই রুপো কেনার দিকে ঝুঁকছেন। যদি আপনি রুপো কিনতে চান, তবে ১০০ গ্রাম রুপোর দাম আজ পড়বে ১১ হাজার ৩০০ টাকা। ১ কেজি রুপোর দর রয়েছে ১ লক্ষ ১৩ হাজার টাকা। একদিনে ২০০০ টাকা রুপোর দাম কমেছে।