আজকাল ওয়েবডেস্ক: নিজের টাকা যদি সঠিক সময় থেকে বিনিয়োগ করতে পারেন তাহলে নির্দিষ্ট সময় পর সেখান থেকে ভাল রিটার্ন আসবেই। এই তালিকায় সবথেকে সেরা হল মিউচুয়াল ফান্ড।


মোতিলাল অসওয়াল মিডক্যাপ ফান্ড: যদি এখানে ৩ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ২৮.৬৯ শতাংশ সুদ পাবেন। এখানে ৫০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন। যদি মাসে এখানে ২৫ হাজার টাকা করে বিনিয়োগ করতে পারেন তাহলে ৩ বছরে মোট টাকা হবে ৯ লক্ষ। তবে আপনি হাতে পেয়ে যাবেন ১৩ লক্ষ ৫৮ হাজার টাকা। 


এডেলউইস মিড ক্যাপ ফান্ড: এখানে যদি বিনিয়োগ করতে পারেন তাহলে ৩ বছরে সুদ পাবেন ২১.৮৬ শতাংশ। এখানেও ৫০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি মাসে ২৫ হাজার টাকা করে বিনিয়োগ করেন তাহলে ৩ বছরে আপনি হাতে পাবেন ১২ লক্ষ ৯৬ হাজার টাকা। 


ইনভেসকো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড: এখানে যদি বিনিয়োগ করতে পারেন তাহলে ৩ বছরে সুদ পাবেন ২৫.১০ শতাংশ। এখানে ৫০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি মাসে ২৫ হাজার টাকা করে বিনিয়োগ করেন তাহলে ৩ বছর পর আপনি হাতে পাবেন ১২ লক্ষ ৯৪ হাজার টাকা।

 


মাহিন্দ্রা মানুলাইফ মিউচুয়াল ফান্ড: এখানে যদি বিনিয়োদ করতে পারেন তাহলে ৩ বছরে সুদ পাবেন ২৩.৯১ শতাংশ। এখানে ৫০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি মাসে ২৫ হাজার টাকা করে বিনিয়োগ করেন তাহলে ৩ বছর পর আপনি হাতে পাবেন ১২ লক্ষ ৭৩ হাজার টাকা।

 


এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড: এখানে যদি বিনিয়োগ করতে পারেন তাহলে ৩ বছরে সুদ পাবেন ২৩.৭১ শতাংশ। এখানে মাসে ৫০০ টাকা করে বিনিয়োগ শুরু করতে পারেন। যদি মাসে ২৫ হাজার টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে ৩ বছর পর হাতে পাবেন ১২ লক্ষ ৬৯ হাজার টাকা।

 


তবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে সমস্ত বিষয়গুলি জেনে নেবেন। যদি আপনি লোকসানের শিকার হন তাহলে তার দায় আজকাল নেবে না।