আজকাল ওয়েবডেস্ক: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা এখন সহজ বিষয়। অনেকেই এখানে বিনিয়োগ করে সেখান থেকে ভাল রিটার্ন হাতে পান। তবে আপনাকে দেখে নিতে হবে সঠিক জায়গায় বিনিয়োগ করছেন।


কোয়ান্ট লার্জ মিড ক্যাপ ফান্ড : ১০ বছরে এই মিউচুয়াল ফান্ডে বছরে ১৯ শতাংশ হারে সুদ দেবে। যদি মাসে ২৫ হাজার টাকা এসআইপি-তে বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে এইউএম হবে ৩,৫১৯ কোটি টাকা। অ্যাসেট ভ্যালু হবে ১২.৬৯। এখানে রেশিও থাকবে ০.৬৬ শতাংশ। এখানে মাসে ১ হাজার টাকা থেকেও বিনিয়োগ করতে পারবেন। যদি মাসে ২৫ হাজার টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে সেখানে পাওয়া যাবে ৮১ লাখ ৫৪ হাজার টাকা।


এইচডিএফসি লার্জ অ্যান্ড মিড ক্যাপ: ১০ বছরের হিসেবে এখানে ১৭.৭২ শতাংশ হারে সুদ মিলবে। এখানে এইউএম হবে ২৩ হাজার ৩৮০ কোটি টাকা। এখানে রেশিও রয়েছে ১.০২ শতাংশ করে। এখানে মাসে ৫০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি মাসে ২৫ হাজার টাকা করে বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে পাবেন ৭৬ লাখ ৯ হাজার টাকা।


ইউটিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড: এখানে ১০ বছরের হিসেবে ১৭.২৪ শতাংশ হারে সুদ মিলবে। এখানে এইউএম রয়েছে ৪ হাজার ১০১ কোটি টাকা। এখানে রেশিও রয়েছে ০.৯৩ শতাংশ। এখানে মাসে ৫০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি মাসে ২৫ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে পাবেন ৭৪ লাখ ১৬ হাজার টাকা।


ইনভেস্কো ইন্ডিয়া লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড: এখানে ১০ বছরে সুদের হার পাবেন ১৮.৫৯ টাকা। এইউএম রয়েছে ৬ হাজার ৪৩২ কোটি টাকা। এখানে ৫০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন। যদি মাসে ২৫ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে পাবেন ৭৯ লাখ ৭৭ হাজার টাকা।


আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড: ১০ বছরে এখানে সুদের হার পাবেন ১৯.১০ শতাংশ। এইউএম রয়েছে ১৯ হাজার ৩৫৩ কোটি টাকা। রেশিও রয়েছে ০.৮৮ শতাংশ। এখানে ৫০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি মাসে ২৫ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে পাবেন ৮১ লাখ ৯৯ হাজার টাকা।