আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকার তরুণদের জন্য আরেকটি দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে। এই স্কিমটিকে ইএলআই (ELI) বা কর্মচারী লিঙ্কড ইনসেনটিভ স্কিম বলা হয়। কেন্দ্রীয় সরকার এই স্কিমটিতে ৯৯,৪৪৬ কোটি টাকা ব্যয় করতে চলেছে।
কারা এই সুবিধা পাবেন?
সরকার বিশেষ করে তরুণদের জন্য ইএলআই স্কিম শুরু করতে চলেছে। এই স্কিমের আওতায়, যারা প্রথমবার চাকরিতে যোগ দেবেন তাদের ১৫,০০০ টাকা সুবিধা দেওয়া হবে। যুবক, যুবতীদের পাশাপাশি, কোম্পানিও এর সুবিধা পাবে। এই স্কিমের আওতায়, যে সব কোম্পানি যুবকদের চাকরি দেবে তাদেরও প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে।
যোগদানের পর আপনি কখন এই সুবিধা পাবেন?
এই বিষয়ে প্রাপ্ত তথ্য অনুসারে, যদি কোনও ব্যক্তি ২০২৫ সালের ১ অগাস্ট বা তার পরে চাকরি শুরু করেন, তাহলে তাকে সরকার ১৫০০০ টাকা দেবে। এই সুবিধা ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত পাওয়া যাবে। এর অর্থ হল, যদি কোনও ব্যক্তি ২০২৫ সালের ১ অগাস্ট থেকে ২০২৭ সালের ৩১ জুলাই-এর মধ্যে চাকরিতে যোগদান করেন, তাহলে তিনি এই সুবিধা পাবেন।
আরও পড়ুন- কঠিন হচ্ছে আধারের জন্য প্রাপ্তবয়স্কদের নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া! কী পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের?...
কীভাবে আবেদন করবেন?
কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা বা EPFO এর ওয়েবসাইট থেকে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে।
এই অর্থ দু'টি কিস্তিতে পাওয়া যাবে:
এই প্রকল্পের আওতায়, সরকার সমস্ত সুবিধাভোগীকে দুটি কিস্তিতে ১৫০০০ টাকা দেবে। প্রথম কিস্তি চাকরি শুরু করার ৬ মাস পরে এবং দ্বিতীয় কিস্তি ১২ মাস পরে দেওয়া হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে প্রধানমন্ত্রীর কর্মসংস্থান ও দক্ষতা প্যাকেজ ঘোষণা করেছিলেন। একই সময়ে ELI প্রকল্পটিও ঘোষণা করা হয়েছিল।
এই প্রকল্পের আরেকটি বৈশিষ্ট্য:
ইএলআই বা কর্মচারী লিঙ্কড ইনসেনটিভ স্কিম প্রকল্পের আরেকটি বিশেষ বিষয় হল, আপনাকে এর জন্য কোথাও আবেদন করতে হবে না। আপনার পিএফ অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গেই আপনার ডেটা সরকারের কাছে চলে যাবে এবং টানা ৬ মাস ধরে পিএফের টাকা কেটে নেওয়ার পর, প্রণোদনার পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টে চলে আসবে।
আরও পড়ুন- প্রচুর লাভ, ঘরে বসেই করতে পারেন এই ব্যবসা, রয়েছে সরকারি সাহায্যের সুবিধাও...
জুলাই মাসের শুরুতেই পরিকাঠামো শিল্পে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত ইএলআই স্কিমে অনুমোদন দিল মোদি সরকার। এই সবুজ সংকেতের পর, প্রথমবার পরিকাঠামো শিল্পে কাজ করা শ্রমিকরা পাবেন ১৫ হাজার টাকা। ইনসেনটিভ হিসাবে এই টাকা দেবে সরকার। মনে রাখবেন, দু'টি কিস্তিতে এই টাকা দেওয়া হবে।
এর আওতায় উৎপাদন খাতে সংগঠিত এবং স্থায়ী কর্মসংস্থানকে উৎসাহিত করা হবে। এই প্রকল্পের আওতায় সরকার মোট ১.০৭ লক্ষ কোটি টাকার ইনসেনটিভ দেবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
এর পাশাপাশি, সরকার গবেষণা উন্নয়ন ও উদ্ভাবন (DRI) স্কিম ঘোষণা করেছে। এই প্রকল্পের আওতায়, সরকার জ্বালানি নিরাপত্তা, ডিপ টেক, এআই, ফার্মা, ডিজিটাল কৃষি সহ ১৭টি ক্ষেত্রে গবেষণার প্রচারের জন্য ১ লক্ষ কোটি টাকার ইনসেনটিভ প্রদান করবে।
