আজকাল ওয়েবডেস্ক: বিহার নির্বাচনের ফলাফল শুক্রবার প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই এনডিএ পরিষ্কার ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় ফিরেছে। তবে ভোটের আগেই যে নেতা সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন, তিনি হলেন রাজনৈতিক পরামর্শদাতা থেকে রাজনীতিবিদে রূপান্তরিত প্রশান্ত কিশোর।
বিভিন্ন মঞ্চে তিনি দাবি করেছেন যে গত তিন বছরে তিনি তাঁর ব্যক্তিগত আয়ের প্রায় ৯৮.৭৬ কোটি টাকা নিজের প্রতিষ্ঠিত দল জন সুরাজ–এ দান করেছেন। ভারতের রাজনৈতিক পরিমণ্ডলে প্রায় সব দলই তাদের জনপ্রিয়তা ও আদর্শের ভিত্তিতে দান পেয়ে থাকে।
উদাহরণ হিসেবে, ADR (Association for Democratic Reforms)–এর ডেটা অনুযায়ী, BJP ২০২৩–২৪ অর্থবছরে সর্বোচ্চ ২,২৪৩ কোটি দান পেয়েছে, যা এসেছে দেশের বিভিন্ন প্রান্তের ৮,৩৫৩ জন দাতার কাছ থেকে।
এদিকে, কিশোর তাঁর মোট আয় ২৪১ কোটি (২০২১–২৪)–এর ওপর ২০ কোটি আয়কর পরিশোধ করেছেন। তবে প্রশ্ন উঠছে—তিনি যে ৯৮.৭৬ কোটি টাকা দান করেছেন, তার ওপর কি তিনি ট্যাক্স ডিডাকশন দাবি করতে পারতেন? চলুন বিষয়টি বিশদে দেখা যাক।
রাজনৈতিক দান কি করযোগ্য?
সাধারণভাবে রাজনৈতিক দানে কর ছাড় পাওয়া যায়। পুরনো কর ব্যবস্থায় ব্যক্তিগত এবং কর্পোরেট দুই ক্ষেত্রেই রাজনৈতিক দলের দানে ১০০% ডিডাকশন দাবি করা যায়। তবে নতুন কর ব্যবস্থায় এই সুবিধা নেই।
এছাড়া যে আয় থেকে দান করা হচ্ছে তা অবশ্যই বৈধ ও হিসাবকৃত উৎস থেকে আসতে হবে। না হলে সেই অর্থকে অব্যাখ্যাত ব্যয় ধরে Section 69C অনুযায়ী ৬০% করসহ সারচার্জ ও সেস ধার্য হতে পারে।
হিসেবকৃত আয় থেকে রাজনৈতিক দলকে দান করলে তা করযোগ্য নয়। কিন্তু আয়ের উৎস অস্পষ্ট হলে Section 69C অনুযায়ী তার ওপর উচ্চ হারে কর আরোপ করা হবে।
পুরনো কর ব্যবস্থা বনাম নতুন কর ব্যবস্থা
পুরনো কর ব্যবস্থা (Old Tax Regime)
রাজনৈতিক দল বা ইলেক্টোরাল ট্রাস্টে দানে ১০০% ডিডাকশন পাওয়া যায়।
ব্যক্তিদের ক্ষেত্রে Section 80GGC এবং কোম্পানির ক্ষেত্রে Section 80GGB প্রযোজ্য।
শর্ত হল—দান অবশ্যই নগদবিহীন পদ্ধতিতে করতে হবে।
মোট আয়ের সীমার মধ্যে থেকেই ডিডাকশন দাবি করা যায়।
নতুন কর ব্যবস্থা (New Tax Regime)
রাজনৈতিক দানে কোনো ডিডাকশন নেই।
কোম্পানিগুলি যদি Section 115BA, 115BAA বা 115BAB–এ ট্যাক্স দেয়, তাদেরও ছাড় পাওয়া যাবে না।
এছাড়া বিশেষ হারে করযোগ্য আয়ের (যেমন Section 111A-এর STCG বা Section 112/112A-এর LTCG) বিরুদ্ধে এই ডিডাকশন দাবি করা যায় না।
প্রশান্ত কিশোরের দেওয়া দান যদি পুরনো কর ব্যবস্থার আওতায় করা হয়ে থাকে এবং সব দান নন–ক্যাশ পদ্ধতিতে হয়ে থাকে, তবে তিনি ডিডাকশন দাবি করার যোগ্য ছিলেন। তবে যদি তিনি নতুন কর ব্যবস্থায় ট্যাক্স ফাইল করে থাকেন, তাহলে রাজনৈতিক দানের ওপর কোনো ছাড় প্রযোজ্য হবে না।
রাজনৈতিক দান করমুক্ত হলেও কর–সুবিধা নির্ভর করে ট্যাক্স রেজিম, আয়ের উৎস এবং দানের পদ্ধতি–র ওপর। তাই প্রতিটি বড় অঙ্কের দান বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে কর–পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।
