আজকাল ওয়েবডেস্ক: মার্কিন শুল্প নীতির ফলে এবার সরাসরি প্রভাবিত হল টাটা মোটরসের শেয়ারের দাম। এক ধাক্কায় শেয়ার নেমে গেল ৬ শতাংশ।
যেমনটা আগে থেকে আশঙ্কা করা হয়েছিল ঠিক তেমনটাই হয়ে গেল। টাটা মোটরসের শেয়ারের দাম বৃহস্পতিবার কমে গেল ৬ শতাংশ। মার্কিন শুল্ক নীতির সরাসরি প্রভাব পড়ে গেল টাটা মোটরসের শেয়ারের দামে।
বৃহস্পতিবার শুরু থেকে খানিকটা উপরের দিকে ছিল টাটা মোটরসের শেয়ারের দাম। তবে সেখান থেকে ধীরে দীরে নামতে শুরু করে এই দাম। যখন মার্কিন শুল্প নীতি ঘোষণা করা হল ঠিক তারপর থেকেই আরও খানিকটা নিচের দিকে চলে গেল এই শেয়ারের দাম। একধাক্কায় কমে গেল ৬ শতাংশ।
এবার থেকে টাটা মোটরসকে আমেরিকার গাড়ি বিক্রি করতে হলে ২৫ শতাংশ অতিরিক্ত কর দিতে হবে। এই সিদ্ধান্তের পর থেকেই ভারতের শেয়ার বাজারে সরাসরি প্রভাব পড়তে শুরু হয়ে যায়। জাগুয়ার যেটি মার্কিন দেশে অতি প্রভাবশালী একটি গাড়ি হিসেবে রয়েছে সেটির উপর সবথেকে বেশি চাপ পড়বে বলেই মনে করছে শেয়ার বিশেষজ্ঞরা।
মার্কিন দেশে জাগুয়ার ২০২৪ সালে এতটাই বিক্রি হয়েছে যে সেদেশের মোট গাড়ি বিক্রির প্রায় তিন ভাগের এক ভাগ। বার্ষিক রিপোর্ট থেকে এমন তথ্যই সামনে এসেছে। তবে মার্কিন দেশের এই নয়া শুল্প নীতি নিয়ে সকলেই খানিকটা চাপে ছিলেন। যে সময় থেকে নতুন নীতি ঘোষণা করা হল তখন থেকেই টাটা মোটরসের শেয়ারের দাম নিচের দিকে চলে যেতে শুরু করে।
এপ্রিল মাস থেকেই নতুন শুল্ক নীতি শুরু হয়ে যাবে। বেশ কয়েকটি দেশের উপর নজর রয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। সেইমতো এই দেশগুলির উপর শুল্প নিয়ে নতুন কারসাজি শুরু করেছেন মার্কিন রাষ্ট্রপতি। তবে বিশেষজ্ঞরা এটাও মনে করছেন যে আগামীদিনে এই বাজার থেকে ফের একবার ঘুরে দাঁড়াবে টাটা মোটরস। তখন বিনিয়োগকারীদের খানিকটা হলেও সুবিধা হবে।
