আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার একেবারে সাধারণভাবে কাটল শেয়ার বাজার। বিগত দুদিন ধরে যে চাঙ্গাভাব ছিল মঙ্গলবার সেটি একেবারে রইল না। ফলে দালাল স্ট্রিট খানিকটা হলেও নিচের দিকেই রয়ে গেল। 


এদিন দিনের শেষে সেনসেক্স ৫৩.৪৯ পয়েন্ট নিচের দিকে শেষ হয়। ফলে সেখানে মোট পয়েন্ট হয় ৮২,৩৯১.৭২। অন্যদিকে নিফটি ফিফটি ১ পয়েন্ট লাভ করে পায় ২৫,১০৪.২৫ পয়েন্ট। এই দুটি নিচের দিকে থাকার ফলে দিনের শেষে দালাল স্ট্রিটে চাঙ্গা পরিস্থিতি রইল না।


শেয়ার বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিগত দুদিন আগে বাজারের যে পরিস্থিতি ছিল সেখান থেকে অনেকটাই নিচের দিকে নেমে গিয়েছে। এটি মোটেই ভাল ইঙ্গিত নয়। এই পরিস্থিতি চলতে থাকে আগামীদিনে অবস্থা খুব একটা ভাল হবে না।


যদিও মঙ্গলবার দিনের শুরুতে নিফটি অনেকটা ওপরের দিকে ছিল। সেখান থেকে ফের একবার নিচের দিকে চলে যায়। এদিন লাভের মুখ দেখে টেক মাহিন্দ্রা। তারা ২.২৭ শতাংশ লাভ করে। এরপরই ছিল টাটা মোটরস। তারা ২.০১ শতাংশ। 


এদের পরই ছিল ইনফোসিস। তারা পায় ১.৫১ শতাংশ। এইচসিএল টেকনলজি পায় ১.১৮ শতাংশ। ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক পায় ১.১৭ শতাংশ। এরা সকলে মঙ্গলবার লাভের মুখ দেখে।


অন্যদিকে ক্ষতির সামনে পড়ে মারুতি সুজুকি। তারা ১.৩০ শতাংশ হারিয়েছে। তারপর ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিস। তারা হারিয়েছে ০.৬৯ শতাংশ। এশিয়ান পেইন্টস নিচের দিকে গিয়েছে ১.২৭ শতাংশ। বাজার ফাইনান্স হারিয়েছে ১.১৬ শতাংশ। টাটা স্টিল হারিয়েছে ০.৯৯ শতাংশ। 


নিফটি আইটি এদিন লাভ করে ১.৬৭ শতাংশ। নিফটি মিডিয়া লাভ করে ১.০৮ শতাংশ। নিফটি কনজিউমান লাভ করে ০.৪৩ শতাংশ। নিফটি হেল্থকেয়ার পায় ০.৪০ শতাংশ। নিফটি মেটাল লাভ করে ০.৩৫ শতাংষশ। নিফটি এফএমসিজি লাভ করে ০.৩১ শতাংশ। নিফটি ফার্মা পায় ০.৫৮ শতাংশ।


বিশেষজ্ঞরা মনে করছেন দিনের পরিস্থিতি যা হোক না কেন প্রযুক্তি এবং মিডিয়া সেক্টরে ভাল রয়েছে। এটা আগামীদিনে বাজারকে ওপরের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। তাদের সঙ্গে যদি রিয়েল এস্টেট এবং ব্যাঙ্ক সহায়তা করতে পারে তাহলে বাজার আগামীদিনে দ্রুত ঘুরে দাড়াবে।