আজকাল ওয়েবডেস্ক: যদি চলতি বছরে আপনি পার্সোনাল লোন নিতে চান তাহলে কোন ব্যাঙ্ক থেকে সেগুলি নেবেন তা আপনাকে নিশ্চিত করতে হবে। প্রতিটি ব্যাঙ্ক তাদের নিজের মতো করে এই লোন নিয়ে থাকে। সেগুলি যদি আপনার জানা থাকে তাহলে সেখান থেকে আপনি পার্সোনাল লোন পেতে পারবেন।


যখন আপনার দ্রুত টাকার দরকার হবে তখন পার্সোনাল লোন হতে পারে আপনার হাতের সেরা অস্ত্র। সেখান থেকে আপনার চিকিৎসা, বিবাহ, ছুটি বা অন্য কোনও কাজ আপনি অতি সহজেই মেটাতে পারবেন। এই তালিকায় গাড়ি লোন বা হোম লোন থাকে না।


চলতি বছরে বেশ কয়েকটি ব্যাঙ্ক তাদের পার্সোনাল লোন আপডেট করেছে। বেশিরভাগ ব্যাঙ্ক পার্সোনাল লোনের ক্ষেত্রে ৯.৫০ শতাংশ হারে সুদ নিচ্ছে। আবার বেশ কয়েকটি ব্যাঙ্ক পার্সোনাল লোনের ক্ষেত্রে ১০.৫০ শতাংশ হারেও লোন নিচ্ছে। এটি নির্ভর করবে আপনার ক্রেডিট স্কোর কত রয়েছে তার ওপর। 


জুলাই মাসে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র পার্সোনাল লোনের ক্ষেত্রে ৯.৫০ শতাংশ হারে সুদ নিয়েছে। এছাড়া ১ শতাংশ প্রসেসিং ফি নেওয়া হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পার্সোনাল লোনের ক্ষেত্রে ১০.৩০ শতাংশ হারে সুদ নিয়েছে। প্রসেসিং ফি ছিল আরও ১.৫ শতাংশ।


অন্যদিকে বেসরকারি ব্যাঙ্ক যেমন আইসিআইসিআই পার্সোনাল লোনের ক্ষেত্রে ১০.৮৫ শতাংশ হারে সুদ নিয়েছে। তারা প্রসেসিং ফি নিয়েছে ২ শতাংশ করে।


প্রতিটি ব্যাঙ্ক পার্সোনাল লোনের ক্ষেত্রে তাদের প্রসেসিং ফি ধার্য করে থাকে। সেখানে আপনি নিজের মতো করে এই লোনের মাত্রা নিতে পারেন। তবে আপনার প্রসেসিং ফি কত হবে সেটা নির্ভর হবে সেই ব্যাঙ্কের হিসেব অনুসারে।


এছাড়াও পার্সোনাল লোনের ক্ষেত্রে আপনাকে জিএসটি দিতে হবে। কয়েকটি ব্যাঙ্কের ক্ষেত্রে যেমন ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক প্রসেসিং ফি নেয় ০.৫ শতাংশ। আবার ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক এই প্রসেসিং ফি নেয় ৩.৫ শতাংশ করে।


রেপো রেট কমায় কমেছে হোম লোনের সুদের হার। আর এবার গ্রাহকদের জন্য এক বিশেষ সুবিধা নিয়ে এল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। নতুন এই সুবিধার অধীনে যে কোনও ব্যক্তি হোম লোনের পাশাপাশি গাড়ির লোন ও পার্সোনাল লোনে এই সুবিধা পাবেন। গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে এই সুবিধাগুলো।


মনসুন বোনাঞ্জা ২০২৫-এর অধীনে ৫০ লক্ষ টাকার বেশি হোম লোন নেওয়া হলে প্রসেসিং ফি, ডকুমেন্টেশন চার্জ নেবে না ব্যাঙ্ক। এ ছাড়াও এনইসি, লিগ্যাল ও ভ্যালুয়েশন চার্জও বহন করবে ব্যাঙ্ক। আর মনে করা হচ্ছে এর ফলে গ্রাহকদের জন্য লোন নেওয়া অনেক সহজ হয়ে উঠবে।

আরও পড়ুন: ইউপিআই ব্যবহারে নতুন নিয়ম চালু, না জানলেই কপালে হাত


এছাড়াও যে সব পার্সোনাল লোন বা গাড়ির লোন রয়েছে মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট বা MCLR-এর অধীনে, সেই সব লোনের সুদের হার কমেছে ৫ বেসিস পয়েন্ট। অর্থাৎ সুদ কমেছে ০.০৫ শতাংশ। যদিও সমস্ত পার্সোনাল লোন বা গাড়ির লোনের ক্ষেত্রে এমন সুবিধা পাওয়া যাবে কি না, তা খোঁজ নিতে হবে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে।


মোবিকুইক অর্থাৎ ওয়ান মোবিকুইক সিস্টেমস লিমিটেড সংস্থা সম্প্রতি ঘোষণা করেছে যে তারা নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল প্রতিষ্ঠান পুনাওয়ালা ফিনকর্পের সঙ্গে যৌথভাবে কাজ করবে এবং এর মাধ্যমে গ্রাহকদের ইনস্ট্যান্ট পার্সোনাল লোন দেওয়ার কাজ করবে। সাইরাস পুনাওয়ালা গ্রুপ এই পুনাওয়ালা ফিনকর্প পরিচালনা করে থাকে। এই কোলাবরেশনের মাধ্যমে লক্ষ লক্ষ ভারতীয় গ্রাহকদের জন্য মোবিকুইকের ইএমআই প্রক্রিয়ার সুবিধেতে বড় অঙ্কের পার্সোনাল লোন নেওয়া সহজতর হবে।