আজকাল ওয়েবডেস্ক: আগামী বছরের ১ এপ্রিল থেকে ইন্টারনেট এবং মোবাইল ব্যাঙ্কিং সুবিধা-সহ খুচরা ও ক্ষুদ্র ব্যবসায়ী গ্রাহকদের আমানতের উপর ২.৫ শতাংশ অতিরিক্ত নগদ অর্থ আলাদা করে রাখতে হবে। ব্যাঙ্কগুলিকে স্বস্তি দিতে সোমবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য ব্যাংককে এই নির্দেশ দিয়েছে। চাপের সময় কোনও সম্ভাব্য ঝুঁকি এড়াতেই এই নির্দেশ বলে জানিয়েছে আরবিআই।
এছাড়াও, ট্রাস্ট (শিক্ষামূলক, দাতব্য এবং ধর্মীয়), অংশীদারিত্ব এবং এলএলপি, অন্যান্যদের মতো অ-আর্থিক সত্তা থেকে তহবিল সংগ্রহের ক্ষেত্রে বর্তমানে ১০০ শতাংশের তুলনায় ৪০ শতাংশ কম 'রান-অফ ফ্যাক্টর' আকর্ষণ করবে।
ব্যাঙ্কগুলির এলসিআর - যা তাদের ১০০ শতাংশ বজায় রাখতে হবে, এর প্রভাব খসড়া নিয়মে প্রস্তাবিত নীতির তুলনায় অনেক কম হবে।
গত বছরের জুলাই মাসে, আরবিআই অতিরিক্ত পাঁচ শতাংশ 'রান-অফ ফ্যাক্টর' প্রস্তাব করেছিল। এর অর্থ হল চাপের সময় ব্যাঙ্ক যে পরিমাণ আমানত প্রত্যাহার করবে বলে আশা করে। কিছু দেশে দেখা গিয়েছে যে, আর্থিক চাপের পরিস্থিতিতে আমানতকারীরা ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবহার করে তাৎক্ষণিকভাবে তাদের অর্থ তুলে নেন।
আরবিআই-য়ের নির্দেশ পেমেন্ট ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক এবং গ্রামীণ ব্যাঙ্ক ব্যতীত সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্কের জন্য প্রযোজ্য, যা ২০২৬ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে।
