আজকাল ওয়েবডেস্ক: মিউচুয়াল ফান্ডের এসআইপিতে বিনিয়োগ করে আপনি কম সময়ের মধ্যে অনেক টাকা তৈরি করতে পারেন। এমনকি মাসে ৬ হাজার টাকা বিনিয়োগ করেও সেখান থেকে তৈরি হতে পারে কোটি টাকার খেলা।


এসআইপি এমন একটি খেলা যেটি সঠিকভাবে পরিকল্পনা করে বিনিয়োগ করতে হবে। তাহলেই সেখান থেকে আপনি সঠিক টাকা ফেরত পেরে পারেন। সেখানে আপনাকে বেশি টাকা বিনিয়োগ করতে হবে না।


এখানে যত বেশি সময় ধরে টাকা রাখতে পারবেন ততই আপনি অনেক বেশি টাকা পাবেন। তবে সেখানে মনে রাখতে হবে ধৈর্য্য ধরে আপনাকে টিকে থাকতে হবে। নাহলে আপনার টাকা সঠিকভাবে ফেরত পাবেন না। 


খুব অল্প বয়স থেকেই এসআইপি-তে বিনিয়োগ করা শুরু করতে হবে। তাহলেই দেখা যাবে আপনি লাভের টাকা ঘরে তুলতে পেরেছেন। যত বেশি সময় ধরে আপনি বিনিয়োগ করতে পারবেন ততই আপনার লাভ বেশি হবে। সেখানে লাখপতি বা কোটিপতি হওয়া অতি সহজ বিষয়।


যদি মাসে আপনি ৬ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে আপনি ৭০ লাখ টাকা পেতে পারেন। আপনি সুদ পাবেন ১২ শতাংশ করে। এই টাকা পেতে আপনার সময় লাগবে ২২ বছর। তাই যত দ্রুত বিনিয়োগ করতে পারবেন ততই আপনার লাভ হবে।


যদি ৬ হাজার টাকা ১০ বছর ধরে বিনিয়োগ করেন তাহলে মোট বিনিয়োগ হবে ৭ লাখ ২০ হাজার। ক্যাপিটাল গেন হবে ৬ লাখ ২৪ হাজার ২১৫ টাকা। মোট করপাস হবে ১৩ লাখ ৪৪ হাজার ২১৫ টাকা।


যদি ৬ হাজার টাকা ১৫ বছর ধরে বিনিয়োগ করেন তাহলে মোট বিনিয়োগ হবে ১০ লাখ ৮০ হাজার টাকা। ক্যাপিটাল গেন হবে ১৭ লাখ ৭৫ হাজার ৫৮৮ টাকা। মোট করপাস হবে ২৮ লাখ ৫৫ হাজার ৫৮৮ টাকা।


যদি ৬ হাজার টাকা ২০ বছর ধরে বিনিয়োগ করেন তাহলে মোট বিনিয়োগ হবে ১৪ লাখ ৪০ হাজার টাকা। ক্যাপিটাল গেন হবে ৪০ লাখ ৭৯ হাজার ১৪৪ টাকা। মোট করপাস হবে ৫৫ লাখ ১৯ হাজার ১৪৪ টাকা।


যদি ৬ হাজার টাকা ২২ বছর ধরে বিনিয়োগ করেন তাহলে মোট বিনিয়োগ হবে ১৫ লাখ ৮৪ হাজার টাকা। ক্যাপিটাল গেন হবে ৫৫ লাখ ১ হাজার ৬০৪ টাকা। মোট করপাস হবে ৭০ লাখ ৮৫ হাজার ৬০৪ টাকা।


তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে জেনে নেবেন। যদি কোনও ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।