আজকাল ওয়েবডেস্ক: এসআইপিতে বিনিয়োগ করার অর্থ হল আপনার টাকা একটি নির্দিষ্ট সময় পর ভাল রিটার্ন হয়ে আপনার কাছে আসা। যদি পরিকল্পনা করে এখানে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ভাল লাভের টাকা ঘরে তুলতে পারবেন।


মিউচুয়াল ফান্ডে এসআইপি যদি ১৩ শতাংশ করে সুদ দেয়। তাহলে সেখান থেকে আপনি লাভের টাকা ঘরে তুলতে পারবেন। বর্তমানে প্রচুর মানুষ এখানে বিনিয়োগ করে সেখান থেকে লাভের টাকা ঘরে তুলেছে। 


যদি ৫ হাজার টাকা মাসে বিনিয়োগ করেন তাহলে ২৫ বছরে আপনি মোট বিনিয়োগ করবেন ১৫ লাখ টাকা। সেখানে ক্যাপিটাল গেন হবে ৮৪ লাখ ৮২ হাজার ৩৯২ টাকা। মোট করপাস হবে ৯৯ লাখ ৮২ হাজার ৩৯২ টাকা।


যদি মাসে ৭ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে ২৫ বছরে আপনি মোট বিনিয়োগ করবেন ২১ লাখ টাকা। ক্যাপিটাল গেন হবে ১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার ৩৪৯ টাকা। মোট করপাস হবে ১ কোটি ৩৯ লাখ ৭৫ হাজার ৩৪৯ টাকা।


যদি মাসে ৯ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে ২৫ বছরে আপনি মোট বিনিয়োগ করবেন ২৭ লাখ টাকা। ক্যাপিটাল গেন হবে ১ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৩০৬ টাকা। মোট করপাস হবে ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩০৬ টাকা।


মিউচুয়াল ফান্ডে এসআইপি এমন একটি জায়গা যেখানে নিয়ম করে বিনিয়োগ করে যেতে হবে। বাজারের সঙ্গে ঝুঁকি থাকে বলে অনেক সময় তা ওঠানামা করতে থাকে। তবে তা নিয়ে না ভেবে নিজের কাজ করে যেতে হবে। 


তবে একটা বিষয় মাথায় রাখবেন। যেখানেই বিনিয়োগ করুন না কে তার আগে সমস্ত তথ্য ভাল করে যাচাই করে তারপর বিনিয়োগ করবেন। যদি সেখানে আপনার কোনও ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না। সেখানে নিজের বুদ্ধিকেই কাজে লাগাবেন।