আজকাল ওয়েবডেস্ক: পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম রয়েছে। সেখানে যদি সঠিক নিয়মে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ভাল রিটার্ন আসবেই। পোস্ট অফিসে যদি আপনি বিনিয়োগ করতে পারেন তাহলে দেখা যাবে এখানে নিরাপত্তার দিকটি রয়েছে। তাই নিজের টাকা খোয়া যাওয়ার ভয় থাকে না।
এখানে সুদের হার রয়েছে ৬.৭০ শতাংশ করে। এখানে ১০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে বেশি বিনিয়োগ করলে বেশি টাকা সুদ হিসাবে পাবেন। চলতি বছরে পোস্ট অফিসে এই স্কিমে আপনি ৩ হাজার টাকা করে রাখতে পারেন। এটি একটি বিশেষ যোজনা যেখানে টাকা রাখলে সেখান থেকে ভাল সুদের হার পাবেন।
এখানে প্রতি ৫ বছর বিনিয়োগ করতে পারবেন। যদি মাসে ৩ হাজার টাকা করে বিনিয়োগ করেন তাহলে ৫ বছর পর আপনি হাতে পাবেন ১ লক্ষ ৮০ হাজার টাকা। এর উপর বাড়তি সুদ থাকবে সেখানে। তাই যদি এখানে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ভাল রিটার্ন আসে।
এখানে নিজের সঙ্গে কাউকে জয়েন্ট হিসাবে যোগ করতে পারেন। যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি আরও একজনকে যুক্ত করতে পারেন। যদি ৫ বছরের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে সেখান থেকে আরও ৫ বছর সেটি বাড়ানো যেতে পারে। সেই সুবিধা আপনাকে পোস্ট অফিস দিতে পারে।
রেকারিং ডিপোজিটের মধ্যে পোস্ট অফিসের এই স্কিমটি সকলের থেকে আলাদা। তাই এখানে যে কেউ বিনিয়োগ করতে পারেন। এখানে কোনও নির্দিষ্ট বয়সসীমা নেই। তাই যারা মনে করছেন এখানে বিনিয়োগ করে সেখান থেকে লাভের টাকা ঘরে তুলবেন তারা অতি সহজেই সেখান থেকে লাভ তুলতে পারেন।
পোস্ট অফিসের এই স্কিম থেকে ভাল সুদের হার থাকে। ফলে সেখান থেকে বিনিয়োগকারীদের মনে আশা জাগে। তবে পোস্ট অফিসে বিনিয়োগ করার আগে সমস্ত তথ্য পোস্ট অফিসে গিয়ে জেনে নেবেন। তারপরই বিনিয়োগ করবেন।
