আজকাল ওয়েবডেস্ক : এসআইপি বিনিয়োগ এখন একটি বুদ্ধিমান বিনিয়োগ। মাসে মাত্র ১ হাজার টাকা করে রাখলে আপনি হতে পারেন কোটিপতি। নিজের অবসর সময় এই টাকা হাতে এলে খুব একটা খারাপ হবে না। 

 

এখানে বিনিয়োগ করতে হলে যত তাড়াতাড়ি করা যায় তত ভাল। আপনার বয়স যদি ২০ হয় তাহলে তো কোনও কথা নেই। এখনই বিনিয়োগ করে নিন মাসে মাত্র হাজার টাকা। যখন আপনার বয়স ৬০ হবে তখন আপনি হবেন কোটিপতি। 

 

এই ৪০ বছর আপনাকে ১২% সুদ দেওয়া হবে। মাসে ১ হাজার করে বিনিয়োগ করলে আপনার মোট টাকা হবে ৪ লক্ষ ৮০ হাজার টাকা। বিনিময়ে আপনি পাবেন মোট ১ কোটি ১৮ লক্ষ ৮২ হাজার ৪৮০ টাকা। 

 

শুধু বিনিয়োগ করার আগে দেখে নেবেন আপনার বিনিয়োগ যেন কোনও নির্ভরশীল কোম্পানি হয়। নাহলে হয়তো ঠকে যেতে পারেন। কিন্তু সঠিক জায়গা যদি বিনিয়োগ করেন তাহলে কোটিপতি হতে কোনও বাধা নেই।