আজকাল ওয়েবডেস্ক: দেশজুড়ে পেনশনভোগীদের হাতে আর অল্প সময় বাকি। প্রতি বছরের মতো এবারও বার্ষিক লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণ পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। নির্দিষ্ট সময়ের মধ্যে সার্টিফিকেট জমা না দিলে মাসিক পেনশন অর্থপ্রদান সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। তাই সময়সীমার আগেই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে জোর অনুরোধ করা হয়েছে।
কেন জরুরি এই সার্টিফিকেট
ভারতের কেন্দ্রীয় ও রাজ্য— উভয় সরকারের পেনশনভোগীদের প্রতি বছর প্রমাণ দিতে হয় যে তারা জীবিত আছেন। সেই কারণেই জীবন প্রমাণ পত্র জমা দেওয়া বাধ্যতামূলক। এটি পেনশন বিতরণকারী কর্তৃপক্ষের কাছে সরাসরি জমা দেওয়া যায়, আবার ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC) সিস্টেমের মাধ্যমে অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
এবছর সরকারের তরফে কোনও সময়সীমা বাড়ানোর ঘোষণা না থাকায় পেনশনভোগীদের নভেম্বরের মধ্যেই প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
জমা দেওয়ার জন্য কী কী দরকার
লাইফ সার্টিফিকেট জমা দিতে হলে পেনশনভোগীর কাছে থাকতে হবে—
পেনশন পেমেন্ট অর্ডার (PPO) নম্বর
আধার নম্বর
ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য
আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর
প্রতিটি সার্টিফিকেট কেবল এক বছরের জন্য বৈধ। তাই প্রতি বছর এই প্রক্রিয়া পুনরায় সম্পন্ন করতে হয়।
সময়সীমা মিস করলে কী হবে
৩০ নভেম্বরের মধ্যে সার্টিফিকেট জমা না হলে পেনশন প্রদান আপাতত বন্ধ হয়ে যাবে। পুনরায় পেনশন চালু করতে হলে পেনশনভোগীকে সংশ্লিষ্ট সেন্ট্রাল পেনশন প্রসেসিং সেন্টারে (CPPC) গিয়ে জীবন প্রমাণ পত্র জমা দিতে হবে।
যে মাসগুলিতে পেনশন বন্ধ থাকবে, সেই বকেয়া অর্থ সার্টিফিকেট গ্রহণের পরেই মুক্তি পাবে।
কোথায় জমা দেওয়া যাবে
লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য রয়েছে একাধিক বিকল্প। স্থানীয় ব্যাংক শাখা, পোস্ট অফিস, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক, রেলওয়ে, CGDA, DoT, UIDAI সহ পেনশনার্স’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনগুলো এই সার্টিফিকেট গ্রহণ করে।
সাধারণত অধিকাংশ পেনশনভোগী নিজ নিজ ব্যাংক শাখায় গিয়েই প্রক্রিয়াটি সম্পন্ন করেন। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, ক্যানারা ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অব বরোদার মতো বড় ব্যাংকগুলো এই সার্টিফিকেট গ্রহণ করে থাকে।
ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমার পদ্ধতি
যাঁরা শাখায় যেতে অসুবিধা বোধ করেন, তাঁদের জন্য ডিজিটাল লাইফ সার্টিফিকেট একটি সহজ সমাধান। প্রথমে নিশ্চিত করতে হবে যে আধার নম্বরটি পেনশন কর্তৃপক্ষের সঙ্গে লিঙ্ক করা রয়েছে।
এরপর মোবাইল ফোনে ‘AadhaarFaceRD’ এবং ‘Jeevan Pramaan Face App’ ইনস্টল করতে হবে। অ্যাপে মুখ স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য পূরণ করলেই সার্টিফিকেট জমা হয়ে যায়। জমা দেওয়ার পর নিবন্ধিত মোবাইল নম্বরে ডাউনলোড লিঙ্ক পাঠানো হয়, যেখান থেকে সার্টিফিকেট সংগ্রহ করা যায়।
কীভাবে স্ট্যাটাস দেখবেন
জমা দেওয়া হলে মোবাইলে একটি ট্রানজ্যাকশন আইডি পাঠানো হয়। সরকারি পোর্টাল থেকে ডিজিটাল লাইফ সার্টিফিকেট ডাউনলোড করা যায় এবং স্ট্যাটাসও চেক করা যায়। মাঝে মাঝে কোনও তথ্যের ভুল বা প্রযুক্তিগত সমস্যার কারণে সার্টিফিকেট বাতিল হতে পারে— সেক্ষেত্রে দ্রুত পুনরায় জমা দেওয়া জরুরি।
