আজকাল ওয়েবডেস্ক: ভারতে আজকের দিনে অনেকেই দীর্ঘমেয়াদে সম্পদ সৃষ্টির জন্য এসআইপিকে অন্যতম সহজ ও জনপ্রিয় উপায় হিসেবে বেছে নিচ্ছেন। বিশেষ করে নতুন বিনিয়োগকারীদের মধ্যে এই প্রশ্ন প্রায়ই শোনা যায় মাত্র মাসে ১ হাজার টাকা বিনিয়োগ করলে কতদিনে ১ কোটি টাকা জমতে পারে?
SIP বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হল এমন একটি বিনিয়োগ পদ্ধতি যেখানে আপনি প্রতিমাসে একটি নির্দিষ্ট অঙ্ক বিনিয়োগ করেন নির্বাচিত মিউচুয়াল ফান্ডে। এর সবচেয়ে বড় সুবিধা হলো শৃঙ্খলা—আপনি নিয়মিত ছোট অঙ্কের বিনিয়োগ করতে পারেন, এবং সেই টাকা দীর্ঘমেয়াদে কম্পাউন্ডিং-এর জাদুয় অনেক বড় অঙ্কে পরিণত হয়। স্থায়ী আমানতের মতো নির্দিষ্ট সুদের হারে নয়, মিউচুয়াল ফান্ডের রিটার্ন বাজারের সাথে যুক্ত। ফলে দীর্ঘমেয়াদে এর আয় অনেক বেশি হতে পারে।
ধরা যাক, আপনি প্রতি মাসে মাত্র ১ হাজার টাকা বিনিয়োগ করলেন SIP-এর মাধ্যমে। যদি বার্ষিক গড় রিটার্ন হয় ১৪%, তবে ৩৬ বছর পর আপনার মোট বিনিয়োগ বেড়ে দাঁড়াবে প্রায় ১ কোটি ২ লাখ ৬ হাজার ৭৯ টাকা। অর্থাৎ ছোট অঙ্কের নিয়মিত বিনিয়োগও যদি ধৈর্য ধরে চালিয়ে যাওয়া যায়, তবে তা ভবিষ্যতে বিশাল সম্পদে পরিণত হতে পারে।
আরও পড়ুন: রাস্তায় চলার সময় হঠাৎ হার্ট অ্যাটাক? এর পিছনে রয়েছে কার কারসাজি
ভারতের ইকুইটি মিউচুয়াল ফান্ড ঐতিহাসিকভাবে বছরে গড়ে ১২%-১৫% রিটার্ন দিয়েছে। স্বল্পমেয়াদে বাজারে ওঠা-নামা থাকলেও, দীর্ঘ ৩০+ বছর বিনিয়োগ করলে বাজারের বৃদ্ধির হার ও কম্পাউন্ডিং একসাথে কাজ করে। তাই ১৪% গড় রিটার্ন ধরে নেওয়া অবাস্তব নয়।
১ হাজার টাকা মাসিক SIP-কে ১ কোটিতে পৌঁছাতে সময় লাগবে ৩৬ বছর। অর্থাৎ দীর্ঘ সময় ধরে একই অভ্যাস বজায় রাখা জরুরি। বাজার মন্দা হোক বা উত্থান, বিনিয়োগ চালিয়ে যাওয়াই আসল চাবিকাঠি। কম্পাউন্ডিং তার প্রকৃত শক্তি দেখায় যখন আপনি নিরবচ্ছিন্নভাবে বিনিয়োগ চালিয়ে যান। আজকের দিনে যেকোনও তরুণ বা নতুন বিনিয়োগকারীর জন্য এটি সবচেয়ে সহজ ও সাশ্রয়ী পদক্ষেপ। মাসে মাত্র ১ হাজার টাকা মানে দিনে ৩৩ টাকার মতো খরচ—যা থেকে শুরু করেও আপনি আপনার ভবিষ্যতের জন্য বিশাল ফান্ড গড়ে তুলতে পারবেন।
আবার, আয় বাড়ার সঙ্গে সঙ্গে SIP-এর অঙ্ক বাড়ালে আরও দ্রুত আর্থিক লক্ষ্য পূরণ করা সম্ভব। সবচেয়ে বড় সুবিধা হল এটি আপনাকে আর্থিক শৃঙ্খলা শেখায়, যা দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টির জন্য অপরিহার্য। মাত্র মাসে ১ হাজার টাকা বিনিয়োগ করে ৩৬ বছরে ১ কোটি টাকা গড়ে তোলা সম্ভব। এর জন্য দরকার নিয়মিত বিনিয়োগ, ধৈর্য এবং দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি। তাই যারা এখনও বিনিয়োগ শুরু করেননি, তাদের জন্য ছোট SIP-ই হতে পারে সম্পদ সৃষ্টির প্রথম ধাপ।
