আজকাল ওয়েবডেস্ক: যদি নিজের টাকা কোনও ঝুঁকি ছাড়াই রেখে তাকে বাড়াতে চান তাহলে আপনার কাছে সেরা অপশন হতে পারে পোস্ট অফিসের এই বিশেষ স্কিমটি। এর নাম ন্যশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম। এটি একটি সরকারি স্কিম। তাই এখানে টাকা রাখতে কোনও ভয় নেই।
যারা কম সময়ের মধ্যে টাকা পেতে চান তাহলে আপনার কাছে সেরা অপশন হতে পারে এই স্কিমটি। এটি কেন্দ্রীয় সরকারের একটি স্কিম। এটি করতে হলে আপনাকে পোস্ট অফিসে যেতে হবে। এখান থেকে আপনি গ্যারান্টি রিটার্ন পাবেন। ফলে আপনাকে মার্কেটের চড়াই উৎরাই নিয়ে একেবারে চিন্তা করতে হবে না। এখানে সুদের হার রয়েছে বছরে ৭.৭ শতাংশ করে।
এখানে আপনি কেন্দ্রীয় সরকারের হিসেব অনুসারে বিনিয়োগ করলে সেখান থেকে কর ছাড়ের দিকটিও পাবেন। ফলে সেটি আপনার কাছে বাড়তি সুবিধা হিসেবে বিবেচিত হবে।
যদি এখানে ৫ বছরের মধ্যে আপনি ৩৬ লাখ টাকা পেতে চান তাহলে সেখানে আপনাকে বিনিয়োগ করতে হবে ২৫ লাখ টাকা। এই টাকা বিনিয়োগ করলেই সেখান থেকে আপনি ৫ বছরের মধ্যে ৩৬.৪৭ লাখ টাকা হাতে পাবেন। ফলে যদি হিসেব করে দেখেন তাহলে আপনি ১১.৪৭ লাখ টাকা সুদ পাবেন।
এটি আপনি পোস্ট অফিসে গিয়ে খুলতে পারেন মাত্র ১ হাজার টাকা দিয়ে। এর কোনও উর্ধ্বসীমা নেই। আপনি নিজের মতো করে এখানে বিনিয়োগ করতে পারেন। সেখানে পোস্ট অফিসে গিয়ে শুধু বেসিক কেওয়াইসি দিতে হবে।
এটি আপনি নিজের বাড়ির সন্তানের নামেও করতে পারেন। সেখানে ১৮ বছর পর্যন্ত আপনি তার অভিভাবক হিসেবে থাকবেন। যদি এভাবে বিনিয়োগ করেন তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ হবে উজ্জ্বল। এখান থেকে আপনার কাছে লোন নেওয়ার সুবিধা থাকছে। যদি হঠাৎ করে টাকার দরকার হয় তাহলে সেখানে আপনি এখান থেকে টাকা লোন নিতে পারেন। পরে ফের সেই টাকা আপনি দিয়ে দেবেন।
যারা নিজের টাকা কোথাও হঠাৎ করে বিনিয়োগ করতে ভয় পান তাদের কাছে এটি হতে পারে একটি সেরা অপশন। মধ্যবিত্ত পরিবারের কাছে এটি হতে পারে একটি সেরা ঠিকানা। পাশাপাশি কর ছাড় আপনাকে বাড়তি স্বস্তি দেবে। তাই আর দেরি না করে পোস্ট অফিসে গিয়ে সমস্ত তথ্য জেনে নিন।
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।
