আজকাল ওয়েবডেস্ক: কর্মী ছাঁটাই করতে চলেছে এবার মেটা। বছরের শুরুতেই প্রায় ৩,৬০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছে মার্ক জুকেরবার্গের কোম্পানি। তবে এই ছাঁটাই হবে কাজের ওপর ভিত্তি করে এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে।
এই ছাঁটাইয়ের ফলে মোট কর্মীদের সংখ্যা প্রায় পাঁচ শতাংশ কমবে। মার্ক জুকেরবার্গের জানিয়েছেন, যেসব কর্মীরা কম কাজ করেছেন তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগের বছরের তুলনায় কর্মী ছাঁটাই কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আগের বছর প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছিল কোম্পানির তরফে। এই বিষয়ে কিছু নীতি মেনে চলে মার্ক জুকেরবার্গের কোম্পানি। সেখানে জানানো হয়েছে, যারা কাজ তুলনায় কম করবে তাদের ক্ষেত্রে এমনটাই করা হবে।
 
 তবে এক্ষেত্রে এর প্রভাব পড়বে না কাজের পরিবেশে। মেটার তরফে জানানো হয়েছে, এই বছর অর্থাৎ ২০২৫ সালে মেটার লক্ষ্যই হল কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো। একইসঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতো জায়গাগুলিতে নিজেদের অবস্থান আরও জোরদার করা। গত বছর সেপ্টেম্বরে সংস্থায় প্রায় ৭২ হাজার কর্মী কাজ করতেন। এ বছরে সেটা কমবে অনেকটাই। শুধু মেটাই নয়, কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফ্টের মতো সংস্থাও। মাইকোসফ্টের সিইও সত্য নাদেলা জানিয়েছেন, তাঁরাও কর্মী ছাঁটাইয়ের মতো বিষয়টি নিয়ে ভাবছেন। যাদের কর্মক্ষেত্রে গাফিলতি রয়েছে তাঁদের সংস্থা না রাখার সিদ্ধান্ত নিয়েছে।  
