আজকাল ওয়েবডেস্ক : দেশের মানুষের অতি নির্ভরশীল প্রতিষ্ঠান হল এলআইসি। এখানে বহু মানুষ নিজের টাকা অনেক দিন ধরে বিনিয়োগ করেন। এখানে তাদের টাকা সুরক্ষিত থাকে। পরে সেই টাকা তারা ফের নিজের কাজে লাগাতে পারেন।
সাধারণ মানুষের জন্য এই প্রতিষ্ঠান এবার নিয়ে এল মিউচুয়াল ফান্ড। এখানে রোজ মাত্র ১০০ টাকা বিনিয়োগ করা যেতে পারে। যাদের আয় কম তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা করেছে এলআইসি।
এখানে শুরু থেকে বিনিয়োগ করতে পারলে ভালো রিটার্ন। রোজ ১০০ টাকা বিনিয়োগ করলে তার সময় রয়েছে ৬০ দিন। যদি ২০০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে তার সময় রয়েছে ৩০ দিন।
এক কর্তা বলেন, যারা কম বয়স তারা অতি সহজে এখানে বিনিয়োগ করতে পারেন। ভালো সুদের হার থাকার ফলে এখানে প্রতি বিনিয়োগ কারী ভালো রিটার্ন পাবেন। নিজের টাকা যদি বিনিয়োগ করেন তাহলে রয়েছে এর গ্যারান্টি রিটার্ন।
দেশের বর্তমান জনসাধারণ যাতে সকলে এর সুবিধা নিতে পারে সেদিকে নজর রেখেছে এলআইসি। ভাল জায়গায় যদি টাকা রাখতে পারেন তাহলে অতি সহজে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবেন।
