আজকাল ওয়েবডেস্ক: তথ্য লেনদেন বা সতর্কতামূলক এসএমএস-এর জন্য এবার টাকা নেবে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। ২০২৫ সালের ডিসেম্বর থেকে গ্রাহকদের থেকে এই ফি নেওয়া শুরু হবে। পরিচালন ব্যয় মেটাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে এই বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক জানিয়েছে যে, তারা প্রতি এসএমএস-এর জন্য ০.১৫ টাকা চার্জ করবে। তবে, প্রতি মাসে ৩০টি সতর্কতামূলক এসএমএস গ্রাহকরা পাবেন বিনামূল্যে। এর অর্থ হল, যদি ব্যাঙ্ককে এক মাসে ৩০টি লেনদেন-সম্পর্কিত এসএমএস-এর বেশি বার্তা গ্রাহকের কাছে পাঠাতে হয়, তাহলে প্রতিটি অতিরিক্ত বার্তার জন্য প্রতি এসএমএস ০.১৫ টাকা চার্জ করা হবে।

এর অর্থ হল, আপনি যদি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের গ্রাহক হন এবং ইউপিআই, এনইএফটি, আরটিজিসি, এবং আইএমপিএস স্থানান্তর, এটিএম থেকে নগদ তোলা, নগদ লেনদেন, চেক জমা, ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে এই এসএমএস সতর্কতা ফি প্রযোজ্য হবে।

এসএমএস ফি ছাড়ের উপায়? 
এই ব্যাঙ্কের যেসব গ্রাহকদের সঞ্চয় বা বেতন অ্যাকাউন্টে ১০হাজার বা তার বেশি টাকা আছে তাদের ৩০টির বেশি মাসিক এসএমএস সতর্কতার জন্য কোনও ফি দিতে হবে না। এই মানদণ্ডে মাসিক গড় ব্যালেন্স এবং মেয়াদী আমানত, অথবা গ্রাহক যদি নিয়মিত বেতন ক্রেডিট পান, তাও অন্তর্ভুক্ত।

৮১১টি অ্যাকাউন্টের জন্য, চার্জ-মুক্ত থাকার ক্ষেত্রে প্রয়োজনীয় সম্মিলিত ব্যালেন্স ৫,০০০ টাকা বা তার বেশি, যার মধ্যে মাসিক গড় ব্যালেন্স এবং মেয়াদী আমানতও অন্তর্ভুক্ত।

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ডেবিট কার্ডের বার্ষিক এবং ইস্যু ফি-র পরিবর্তন 

এই ব্যাঙ্ক চলতি বছরের ১ নভেম্বর থেকে কার্যকর ডেবিট কার্ডের বার্ষিক এবং ইস্যু ফি কমিয়েছে। এই মাসের প্রথম দিন থেকে প্রিভি লীগ ব্ল্যাক মেটাল ডেবিট কার্ডের বার্ষিক ফি ৫,০০০ টাকা থেকে কমিয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। ব্যাঙ্ক এখন প্রিভি লীগ এলইডি ডেবিট কার্ডের জন্য ১,৫০০ চার্জ করে, যা আগে ছিল ২,৫০০ টাকা।