আজকাল ওয়েবডেস্ক: অবসর নিয়ে সকলেই চিন্তাভাবনা করতে চান। কেউ বহু আগে থেকে এবিষয়ে কাজ করতে শুরু করে দেন, আবার কেউ দেরি করে অবসর নিয়ে বিনিয়োগ করা শুর করে থাকেন। তবে সকলকেই নিজের অবসর নিয়ে চিন্তা করতে হয়।
অবসর নিয়ে যদি ভাবতে চান তাহলে এসডাব্লুপি আপনার কাছে একটি সেরা সুযোগ হতে পারে। এখানে একবার মাত্র যদি বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে মাসে পেতে পারেন মোটা টাকা। তবে এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এখানে বিনিয়োগ করার পর আপনাকে ধৈর্য্য ধরে থাকতে হবে। তাহলেই সেখান থেকে ভাল রিটার্ন আসবে।
এখানে যদি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনাকে ৩০ বছর ধরে অপেক্ষা করতে হবে। তাহলে নিজের অবসরকালে আপনি পেতে পারেন মাসে ৮৭ হাজার টাকা। তবে এখানে ২৫ বছরের জন্যেও বিনিয়োগ করতে পারেন। সেখানেও আপনার কাছে ভাল রিটার্ন পাওয়ার সুযোগ থাকছে।
যদি আপনার বয়স ২৫ বছর হয়ে থাকে তাহলে আপনি এখানে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। তাহলে আগামী ৩০ বছর পর আপনি লাভবান হতে পারবেন। এখানে আপনার সুদের হার থাকবে ১২ শতাংশ করে। ৩০ বছর পর আপনার হাতে মোট টাকা হবে ১ কোটি ৪৪ লক্ষ ৭৯ হাজার ৯৬১ টাকা। তবে সুদ মিলিয়ে আপনি হাতে পাবেন ১ কোটি ৪৯ লক্ষ ৭৯ হাজার ৯৬১ টাকা। এই টাকা আপনি ৫৫ বছরেই পেয়ে যাবেন।
এটি মিউচুয়াল ফান্ডের একটি অংশ। এটি অনেকেই জানেন না। তবে যদি এখানে একবার বিনিয়োগ করতে পারেন তাহলে আপনাকে আর চিন্তা করতে হবে না। অতি দ্রুত আপনার টাকা যে হারে বাড়বে সেখান থেকে আপনি নিজের অবসরকে আরামে কাটাতে পারবেন।
তবে একটা কথা মনে রাখবেন। যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান তাহলে ভাল করে দেখে নেবেন। যদি টাকা বিনিয়োগ করার পর আপনার ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডট ইন নেবে না। নিজের বুদ্ধিতেই আপনি কাজ করবেন।
