আজকাল ওয়েবডেস্ক: জিএসটি মরসুম শুরু হতেই দেশজুড়ে শুরু হয়েছে কেনাকাটার ধুম। এই সময়টিকে ঘিরে বিভিন্ন সংস্থা এবং বিক্রেতারা দিচ্ছেন আকর্ষণীয় ছাড় ও অফার। তবে সব পণ্যর মধ্যে গাড়ির বিক্রি এবার যেন নজর কাড়ছে সবচেয়ে বেশি। একাধিক গাড়ি নির্মাতা সংস্থা ইতিমধ্যেই জানিয়েছে, তারা রেকর্ড সংখ্যক বুকিং পেয়েছে চলতি মাসেই। অনলাইন ও অফলাইন, উভয় মাধ্যমে গ্রাহকদের আগ্রহ এই খাতে বেড়েই চলেছে।

 

বিশেষজ্ঞদের মতে, জিএসটি মরসুমে গাড়ি কেনার প্রবণতা কয়েকটি কারণে বেড়েছে। প্রথমত, উৎসবের আমেজে বহু মানুষ এই সময় নতুন গাড়ি কিনতে আগ্রহী হন। দ্বিতীয়ত, বিভিন্ন গাড়ি কোম্পানি তাদের গাড়িতে বিশেষ ডিসকাউন্ট এবং ইএমআই সুবিধা দিচ্ছে, যা মধ্যবিত্তের নাগালের মধ্যে এনে দিচ্ছে নতুন গাড়ি কেনার স্বপ্ন। এছাড়াও, জ্বালানির দামে সাম্প্রতিক স্থিতিশীলতা এবং ইলেকট্রিক গাড়ির দিকেও গ্রাহকদের ঝোঁক বেড়েছে।

এই বছর SUV এবং হ্যাচব্যাক গাড়ির চাহিদা সবচেয়ে বেশি দেখা গেছে। Maruti, Hyundai, Tata এবং Mahindra-র মতো ব্র্যান্ডগুলি তাদের জনপ্রিয় মডেলগুলিতে বিশেষ ছাড় ঘোষণা করেছে। Tata Motors-এর এক কর্মকর্তার কথায়, "আমরা এই জিএসটি সিজনে অভাবনীয় সাড়া পাচ্ছি। বিশেষ করে Nexon এবং Punch-এর মতো মডেলগুলিতে চাহিদা অনেক বেশি।"

এছাড়াও, প্রিমিয়াম গাড়ির বাজারেও চাঙ্গাভাব লক্ষ্য করা যাচ্ছে। BMW, Mercedes-Benz ও Audi-এর মতো ব্র্যান্ডগুলি বিশেষ অফার ও ফাইন্যান্সিং অপশন এনে মধ্যবিত্তের মধ্যেও একটি আকর্ষণ তৈরি করেছে। অনেকেই ইএমআই সুবিধার মাধ্যমে এবার তাদের স্বপ্নের গাড়ি কিনছেন।

ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রেও সাড়া পাওয়া যাচ্ছে যথেষ্ট। সরকার ও রাজ্যগুলির তরফ থেকে ভর্তুকি এবং কর ছাড়ের কারণে ইভি কেনার প্রবণতা বেড়েছে। Ola, Ather ও Tata-এর মতো সংস্থাগুলি এই সময় ইভি সেগমেন্টে ভালো সাড়া পাচ্ছে।

জিএসটি মরসুম শুধুমাত্র গাড়ির ক্ষেত্রেই নয়, ইলেকট্রনিক্স, গৃহস্থালী সামগ্রী, রিয়েল এস্টেট এবং সোনার বাজারেও কার্যকর হয়েছে। তবে গাড়ির বিক্রির এই ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্টভাবে বোঝাচ্ছে, ক্রেতারা দীর্ঘমেয়াদী ও উচ্চমূল্যের বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন।

সব মিলিয়ে, চলতি বছরের জিএসটি কেনাকাটা একটি শক্তিশালী বাজার চিত্র তুলে ধরছে। অর্থনীতিবিদদের মতে, এই ধরণের সক্রিয় ক্রেতা-সাড়া দেশীয় অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত। সামনে দীপাবলি ও দসেরা থাকায় এই উৎসবের আমেজ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।