আজকাল ওয়েবডেস্ক:‌ বছর শেশে হু হু করে কমল সোনার দাম। ৩০ ডিসেম্বর সোমবার ২২ ক্যারাটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭১৩৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭১ হাজার ৩৪০ টাকা। আর ১০০ গ্রাম সোনার দাম শহর কলকাতায় ৭ লক্ষ ১৩ হাজার ৪০০ টাকা। রবিবারের চেয়ে ১০০ টাকা দাম কমেছে সোনার।


এদিকে, ২৪ ক্যারাটের ১ গ্রাম সোনার দাম এদিন ৭ হাজার ৭৮৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৭ হাজার ৮৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৭ লক্ষ ৭৮ হাজার ৩০০ টাকা। রবিবারের চেয়ে ১০০ টাকা দাম কমেছে।


আবার ১৮ ক্যারাটের ১ গ্রাম সোনার দাম সোমবার শহর কলকাতায় ৫ হাজার ৮৩৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৫৮ হাজার ৩৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ৫ লক্ষ ৮৩ হাজার ৭০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।


কমেছে রুপোর দামও। ১০০ গ্রাম রুপোর দাম সোমবার ৯২৩০ টাকা। ১ কেজি রুপোর দাম ৯২ হাজার ৩০০ টাকা। রবিবারের চেয়ে ১০০ টাকা দাম কমেছে রুপোর। 


নতুন বছরে প্রিয়জনকে উপহার দেওয়ার পরিকল্পনা থাকলে আর সময় নষ্ট নয়। ছুটে যান সোনার দোকানে। পছন্দসই হলুদ ধাতু কিনে নিন। তাছাড়া সামনেই রয়েছে বিয়ের মরসুম। তাই আর কোনও ভাবনাচিন্তা নয়। বেরিয়ে পড়ুন সোনা কিনতে।