আজকাল ওয়েবডেস্ক: চাকরিহারা কর্মীদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এসেছে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা। সংস্থাটি ঘোষণা করেছে, এখন থেকে যারা ১২ মাস ধরে বেকার, তারা তাদের প্রভিডেন্ট ফান্ড থেকে চূড়ান্ত পরিমাণ অর্থ তুলে নিতে পারবেন। এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থার সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজর বৈঠকে, যা শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্যার সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত হয়।


EPFO-র নতুন নিয়ম অনুযায়ী, কোনও কর্মী যদি ১২ মাস ধরে চাকরিহীন থাকেন, তবে তিনি নিজের প্রভিডেন্ট ফান্ডের অর্থ তুলে নিতে পারবেন। তবে চূড়ান্ত পেনশন তোলার ক্ষেত্রে সময়সীমা বাড়িয়ে ৩৬ মাস করা হয়েছে, যা আগে মাত্র ২ মাস ছিল। অর্থাৎ, কর্মী চাকরি ছাড়ার পর এক বছর পর PF-এর টাকা তোলার সুযোগ পাবেন, কিন্তু পেনশন তোলার জন্য তাঁকে তিন বছর অপেক্ষা করতে হবে।


EPFO এক বিবৃতিতে জানিয়েছে, “আগে ২ মাস পর প্রিম্যাচিউর সেটেলমেন্ট করা যেত, এখন সেই সময়সীমা ১২ মাসে পরিবর্তন করা হয়েছে। আর পেনশন তোলার ক্ষেত্রে ২ মাসের পরিবর্তে ৩৬ মাস নির্ধারণ করা হয়েছে।”


এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল কর্মীদের দীর্ঘমেয়াদি সঞ্চয় ও পেনশন সুবিধা রক্ষা করা, যাতে তারা অল্প সময়ের আর্থিক প্রয়োজনে সম্পূর্ণ PF খরচ করে না ফেলে। EPFO জানিয়েছে, “এই পদক্ষেপের ফলে সদস্যরা জরুরি প্রয়োজনে আংশিক অর্থ তুলতে পারবেন, অথচ তাদের অবসরকালীন সঞ্চয় অক্ষুণ্ণ থাকবে।”

আরও পড়ুন: অনলাইন ভিডিও পাইরেসি ফের বাড়ছে, দায় নিয়ে চলছে ঠেলাঠেলি


নতুন নিয়মে বলা হয়েছে, পুরো PF টাকা একসঙ্গে তোলা যাবে না। সদস্যদের তাদের মোট জমার ২৫% অংশ অ্যাকাউন্টে রাখতে হবে, অর্থাৎ সর্বাধিক ৭৫% টাকা তোলা যাবে। এই সিদ্ধান্তের ফলে সদস্যরা ভবিষ্যতেও সুদের সুবিধা পেতে থাকবেন।


বর্তমান ব্যবস্থায়, ১২ মাসের বেকারত্বের পর একজন কর্মী তার PF থেকে পূর্ণ বা আংশিক অর্থ তুলতে পারেন। তবে এবার EPFO-এর নতুন নীতিতে জোর দেওয়া হয়েছে আংশিক উত্তোলনের ওপর, যাতে দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষা বজায় থাকে।


PF টাকা তুলবেন কীভাবে? (অনলাইনে প্রক্রিয়া)
ফর্ম ১৯ পূরণ করুন: প্রভিডেন্ট ফান্ড তোলার জন্য প্রথমে ফর্ম নম্বর ১৯ পূরণ করতে হবে।
UAN লগইন করুন: EPFO-র সদস্য পোর্টালে গিয়ে UAN, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিন।
ফর্ম নির্বাচন করুন: ‘ফর্ম ১৯’ (PF তোলার জন্য) এবং ‘ফর্ম 10C’ (পেনশনের জন্য) সিলেক্ট করুন।
ব্যাংক যাচাই: UAN-এর সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর লিখে ‘Verify’ করুন।
ফর্ম 15G/15H আপলোড করুন (যদি প্রযোজ্য হয়)।
চেক আপলোড করুন: যেখানে নাম, অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড স্পষ্ট দেখা যায়।
‘Get Aadhaar OTP’ ক্লিক করুন এবং নিবন্ধিত মোবাইলে পাওয়া OTP দিন।


দাবি জমা দিন: আপনার আবেদন EPFO কর্তৃপক্ষের কাছে যাবে এবং যাচাই শেষে অনুমোদিত হলে অর্থ সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।


এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন দেশের বিভিন্ন বড় কোম্পানি, যেমন TCS, ছাঁটাই ঘোষণা করেছে। ফলে হাজার হাজার কর্মী নতুন চাকরির সন্ধানে অনিশ্চিত পরিস্থিতিতে রয়েছেন। EPFO-র এই নতুন নিয়ম তাঁদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হিসেবে দেখা হচ্ছে।
মোটের ওপর, এই পরিবর্তন EPFO সদস্যদের জন্য স্বল্পমেয়াদি আর্থিক স্বস্তি এবং দীর্ঘমেয়াদি সঞ্চয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।