আজকাল ওয়েবডেস্ক: আইটিআর ফাইল করা সকলের দরকার। তবে এতদিন ধরে যেভাবে আইটিআর ফাইল করে এসেছেন সেখান থেকে এবার খানিকটা হলেও স্বস্তি। ডিজিটাল ফর্ম ১৬ গোটা প্রক্রিয়াকে সহজ করে দেবে।
ট্যাক্স দেওয়ার সময় মাইনে, ট্যাক্স ছাড় সবই থাকবে এই ডিজিটাল ফর্ম ১৬-তে। অনেকে মনে করতেই পারেন ডিজিটাল ফর্ম ১৬ নতুন কোনও সমস্যা তৈরি করতে পারে। তবে এখানে বলে রাখা ভাল এটি সাধারণত তৈরি করা হয়েছে টিআরএসিইএস পোর্টাল থেকেই করা হয়েছে। এই পোর্টালটি সরাসরি আয়কর দপ্তরের সঙ্গে যুক্ত রয়েছে।
এর অর্থ হল আপনার মাইনের বিবরণ, টিডিএস এবং কর ছাড় সবই সরকার দেখতে পারবে। ডিজিটাল ফর্ম ১৬ থেকে সবকিছু অনেক কিছু সঠিকভাবে করা যাবে। এতদিন ধরে ফর্ম ১৬ নিয়ে হাতেকলমে করা হত। তবে এবার থেকে সেটাও সঠিকভাবে হবে।
যারা চাকরি করেন তাদের কাছে এই ডিজিটাল ফর্ম ১৬ অনেক বেশি সুবিধার হবে। তারা এবার থেকে অনেক কম সময়ে এই কাজটি করতে পারবেন। এবার থেকে তাই ম্যানুয়ালি নয়, ডিজিটালি করতে পারেন ফর্ম ১৬।
সবার শেষে বলা যায় পরিবেশ রক্ষার ক্ষেত্রেও এই ফর্ম ১৬ অনেকটা কাজ করবে। ডিজিটাল করার ফলে এখান থেকে কাগজ ছাপার খরচ কমবে। কাগজ ছাপা বন্ধ হলে সেখান থেকে বাঁচবে গাছ। পরিবেশ রক্ষায় এটাও একটি দরকারি পদক্ষেপ।
