আজকাল ওয়েবডেস্ক: দুয়ারে কড়া নাড়ছে ২০২৬। বছরের সমস্ত গুরুত্বপূর্ণ কাজের তালিকায় সবার ওপরে থাকে ব্যাঙ্কের ছুটির তালিকা। আগামী বছরে কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক সেটি যদি আগাম জানা থাকে তাহলে সেখান থেকে অতি সহজেই আপনি নিজের দরকারি কাজগুলি সেরে রাখতে পারবেন।


আরবিআই ব্যাঙ্কে ছুটির তালিকা আগে থেকেই স্থির করে রাখে। সেই অনুসারে নিজের কাজ করতে থাকে বিভিন্ন ব্যাঙ্কগুলি। ২০২৬ সালের হিসেব অনুসারে জানুয়ারি মাসে ১৬ দিন ছুটি থাকবে ব্যাঙ্ক। যদিও এই তালিকা দেশের বিভিন্ন রাজ্যে পরিবর্তন হবে। সেখানে প্রতিটি রাজ্যে জানুয়ারি মাসে ১৬ দিন ছুটি থাকবে না।


এই ১৬ দিনের মধ্যে রয়েছে শনিবারের ছুটি। ১০ দিন রয়েছে জাতীয় ছুটি। বাকি রয়েছে অন্যান্য ছুটির দিন। এখানে বিভিন্ন ব্যাঙ্ক তাদের ছুটির তালিকা আলাদাভাবে প্রকাশ করবে।


বছরের প্রথম মাসে ছুটির দিনের মধ্যে থাকবে নতুন বছর, স্বামী বিবেকানন্দ জয়ন্তী, নেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তী, প্রজাতন্ত্র দিবস। এগুলি স্থায়ী ছুটি হিসেবে থাকবে। তবে ব্যাঙ্কের কাজ অনলাইনে চলবে বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বিভিন্ন ব্যাঙ্ক। সেখানে ইউপিআই থেকে শুরু করে মোবাইল ব্যাঙ্কিং চলবে। তবে চেক ক্লিয়ারের বিষয়টি খানিকটা হলেও আটকে যাবে।


প্রতি বছরেই ব্যাঙ্কের ছুটির তালিকা আগে থেকেই প্রকাশ করে দেয় আরবিআই। সেইমতো দেশের বিভিন্ন ব্যাঙ্কগুলি নিজেদের ছুটি ঘোষণা করে। এখানে বেশি কিছু সমস্যা তৈরি হয় না। ২০২৬ সালের জানুয়ারি মাসেও যে ছুটি রয়েছে তা যদি আগে থেকে জানা থাকে তাহলে সেখান থেকে নিজের দরকারি কাজগুলি আগে থেকেই করে নেওয়া যেতে পারে। 

&t=220s


সারা বছরেই ব্যাঙ্কের ওপর নির্ভর করে থাকে বিভিন্ন সরকারি থেকে শুরু করে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা। সময়ে বেতন থেকে শুরু করে নানা ধরণের লেনদেন চলে সারাবছর ধরেই। পাশাপাশি বিভিন্ন ব্যবসার কাজেও এই ছুটির দিনগুলি হয়ে ওঠে বিশেষ গুরুত্বপূর্ণ।