আজকাল ওয়েবডেস্ক: টুনি লাইট চোর সন্দেহে যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল প্রভাবশালী প্রোমোটারের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নৈহাটির চাঁদুয়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সুরাজ চৌধুরী (২৩)। তাঁর বাড়ির ওই এলাকাতেই। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুরাজ নির্মীয়মাণ বাড়ির কংক্রিটের ঢালাই চিপিংয়ের কাজ করতেন। রাতে স্থানীয় একটি আবাসনে তিনি নৈশপ্রহরীর কাজও করতেন।

 

 

আবাসনের বাসিন্দারা কালীপুজোর সময় টুনি লাইট দিয়ে বাড়ি সাজিয়েছিলেন। কয়েকদিন আগে সেখান থেকে বেশ কিছু টুনি লাইট চুরি যায়। বাসিন্দারা সেই চুরির ব্যাপারে সুরাজকেই সন্দেহ করেন। টুনি লাইট চোর সন্দেহে সোমবার রাতে স্থানীয় প্রভাবশালী এক প্রোমোটার সুরাজকে বাড়ি থেকে মোটরবাইকে করে তুলে নিয়ে যান। তাঁর সঙ্গে আরও লোকজন ছিলেন। তারপর থেকে সুরাজের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। গভীর রাতে প্রোমোটারের লোকজন সুরাজকে বাড়ির সামনে ফেলে রেখে চলে যান।

 

 

পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত সুরাজের মামা কানাই তিওয়ারি বলেন, 'প্রোমোটার লোকজন নিয়ে এসে ভাগ্নেকে মোটরবাইকে তুলে নিয়ে চলে গিয়েছিলেন। তারপর কী হয়েছে, তা জানি না। পরে তাঁরা বাড়ির সামনে ভাগ্নেকে ফেলে রেখে চলে যান।

 


ভাগ্নে অচেতন হয়ে পড়েছিল। তার সারা গায়ে মারধরের চিহ্ন ছিল। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন। আমরা ওই প্রোমোটারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'  পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সুরাজের পরিবারের লোকেরা থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে কারা ওই যুবককে পিটিয়ে মারল, তা জানার চেষ্টা চলছে।