আজকাল ওয়েবডেস্ক: রাস্তা থেকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হল এক যুবককে। এরপরেই তাঁর পরিবারের কাছে আসে মুক্তিপণের জন্য হুমকি ফোন। পুলিশের দ্বারস্থ হয় পরিবারটি। শেষপর্যন্ত পুলিশি তৎপরতায় দুবরাজপুরের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয় ওই যুবককে। শুক্রবার ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে। ধৃত অভিযুক্ত মুর্তজা খান বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
জানা গিয়েছে বছর ৩৫–এর ওই যুবক পাড়ুইয়ের এক রেশন ডিলারের পুত্র। শুক্রবার দুপুরে তিনি যখন ফিরছিলেন তখন রাস্তা থেকে দুই দুষ্কৃতী তাঁকে অপহরণ করে। কিছুক্ষণ পর তাঁর বাবার কাছে একটি ফোন আসে। ফোনে এক ব্যক্তি তাঁকে জানায়, ছেলেকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণের জন্য ৫০ লক্ষ টাকা লাগবে। প্রথমে গুরুত্ব না দিয়ে আশেপাশের এলাকায় ছেলের খোঁজ করেও না পেয়ে দুশ্চিন্তায় পড়ে অপহৃতের পরিবার। ফের ফোন আসে যুবকের বাবার কাছে। দুষ্কৃতীরা তাঁকে আবার শাসিয়ে বলে ৫০ লক্ষ টাকা না দিলে ছেলেকে ছাড়া হবে না। এরপরেই স্থানীয় পাড়ুই থানার পুলিশের দ্বারস্থ হয় পরিবারটি। তদন্তে নামে পুলিশ।
অপহৃতের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে খোঁজ করতে গিয়ে দেখে লোকেশন দুবরাজপুরের একটি জঙ্গল দেখাচ্ছে। এরপরেই দুবরাজপুর পুলিশকে সঙ্গে নিয়ে ওইদিন বিকেলে ওই জঙ্গলে অভিযান চালিয়ে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার এবং অপহৃতকে উদ্ধার করা হয়। পুলিশের একটি সূত্র জানায়, এক অপহরণকারীর সঙ্গে ওই যুবকের বাবার দোকানের এক কর্মচারীর সঙ্গে পরিচিতি আছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
