আজকাল ওয়েবডেস্ক: পায়ে ছোবল মেরেছে বিষাক্ত রাসেল’স ভাইপার (চন্দ্রবোড়া সাপ)। সেটিকে ধরে নিয়ে সটান হাসপাতালে হাজির এক যুবক। দ্রুত চিকিৎসার পর ওই যুবক সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
পূর্ব বর্ধমানের জামালপুরের বেত্রাগড় গ্রামের বাসিন্দা ওই যুবকের নাম কৌশিক দাশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরনোর সময় তাঁর বাঁ পায়ের পাতায় সাপটি কামড় দেয়। কৌশিক পা ঝাড়া দিলে সাপটি ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ে। তাঁর শরীরেও আঘাত লাগে। ভয় না পেয়ে ওই যুবক সাপটিকে নিয়ে সোজা হাজির হয় জামালপুর গ্রামীণ হাসপাতালে। কর্তব্যরত ডাক্তারকে সাপটি দেখিয়ে জানান, এই সাপ তাঁকে কামড়েছে। দ্রুত যেন তাঁর চিকিৎসা করা হয়।
হাসপাতালের চিকিৎসক শঙ্খশুভ্র দাশ বলেন, “যে সাপ কামড়েছে সেই সাপ দেখাতে পারলে সঠিক চিকিৎসা হবে এ রকম ধারণা অনেকেরই আছে। বিষয়টি কিন্তু তা নয়। তবে সাপটিকে দেখতে পারলে বোঝা যায় সেটি বিষাক্ত কি বিষাক্ত নয়। ওই যুবককে অ্যান্টিভেনাম দেওয়া হয়েছে। কিছু পরীক্ষার জন্য তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে।“
তবে, কৌশিককে যে সাপটি কামড়েছিল তা বিষাক্ত বলেই জানিয়েছেন বর্ধমানের ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) সঞ্চিতা শর্মা। ওই সাপটির ছবি দেখে তিনি বলেন, “সাপটি চন্দ্রবোড়া বা রাসেল’স ভাইপার। যা ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ।” জানা গিয়েছে, কৌশিক সুস্থ হয়ে উঠেছেন। সাপটি মারা গিয়েছে।
