আজকাল ওয়েবডেস্ক: ভর সন্ধ্যায় ট্রেনের মধ্যে চরম শোরগোল৷ দত্তপুকুর লোকাল তখন স্টেশন থেকে ছাড়বে ছাড়বে করছে। ট্রেনের ভিতরে যাত্রীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এমন সময়ে এক যুবক মহিলাদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করতে শুরু করে। এই দৃশ্য দেখে যাত্রীদের মধ্যে চেঁচাচেমি হইহট্টগোল। এরপর হাতেনাতে ধরে চলে গণধোলাই। এমনকী বেঁধে রাখতেও দেখা যায় অভিযুক্তকে। পরবর্তীতে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। সোমবার ঘটনাটি ঘটেছে৷ এই ঘটনা ঘিরে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর স্টেশনে ব্যাপক শোরগোল৷ প্রশ্ন উঠছে যাত্রী নিরাপত্তা নিয়ে৷ 

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা ৫ঃ৩৭ এ দত্তপুকুর লোকাল স্টেশন থেকে ছাড়ার আগে ট্রেনের মধ্যে যখন যাত্রীরা সকলে বসে ছিলেন। ঠিক সেই সময়ে ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে থাকা এক যুবক জানলার পাশে বসে থাকা মহিলাদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করছিলেন। কয়েকজন মহিলা যাত্রী ট্রেন থেকে নেমে ওই ব্যক্তিকে ধরে ফেলেন। চলে বেধড়ক মারধোর। 

যাত্রীদের সহযোগিতায় প্ল্যাটফর্ম থেকে নামিয়ে নিয়ে এসে তাকে বাসের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা হয়৷ এরপর উপস্থিত অন্যান্য যাত্রীরাও ছুটে আসে। খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। বেশ কিছুক্ষণ মারধোরের পর অভিযুক্ত ব্যক্তিকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এক প্রত্যক্ষদর্শী মহিলা যাত্রী জানিয়েছেন, তিনি সোমবার দত্তপুকুর লোকালে উঠেছিলেন হৃদয়পুর যাবেন বলে৷ তাঁর আশেপাশে আরও কয়েকজন মহিলা যাত্রী ছিলেন। হঠাৎ নজর যায় এক যুবকের দিকে৷ টি শার্ট, ট্রাউজার্স পরা এক যুবক সকলের দিকে তাকিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করছে। প্রথমে সকলে চোখ সরিয়ে নিলেও সে থামায় না৷ যাত্রীরা স্বাভাবিকভাবেই কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েন৷ প্রতিবাদ করেন৷ অভিযুক্ত তার বেপরোয়া আচরণ চালিয়ে যেতে থাকে৷ অভিযোগ, কামরায় দরজার সামনে দাঁড়িয়ে যৌনাঙ্গ দেখাতে থাকে অভিযুক্ত৷  

একটা সময় পর তাকে টেনে প্ল্যাটফর্মে নামিয়ে চড় থাপ্পড় মারতে শুরু করেন সকলে। বর্তমানে অভিযুক্ত রেল পুলিশের হেফাজতে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার দাবি তুলেছেন যাত্রীরা৷